কথা:আবদুল হাই মাশরেকী সুর:গিরীন চক্রবর্তী ও খগেন সেন গুপ্ত কণ্ঠ:কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার।
Автор: Mashreki Geete
Загружено: 2024-05-25
Просмотров: 3591
Описание:
কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ঢাকা
থেকে প্রকাশ। যোগাযোগ: ০১৯১১৪৩৪৮৭০
আবদুল হাই মাশরেকী'র 'রাখাল বন্ধু'(পালাগান)
দ্বিতীয় গান গরু লইয়া যাওরে...
রাজকন্যা : গরু লইয়া যাওরে রাখাল
ছিরা নেও-রে ফুল
ফোটা ফুলের গন্ধ ভাল ছির-না মুকুলরে
প্রাণ কান্দে রাখাল বন্ধুরে ।।
নিত্যি আস নিত্যিরে যাও এইনা পন্থ দিয়া
বনের কুসুম পাগল করো বাঁশরি বাজাইয়া ।।
পুবালী বাতাসে বাঁশি বাজাও ধীরে ধীরে
ফুল ছাড়িয়া ফুলের ভমর উইড়া উইড়া ফিরে-রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু-রে ।।
রাখাল : আমি তো গরুর রাখাল মাঠে মাঠে থাকি
বাঁশরি বাজাইয়া পালের গরু-বাছুর ডাকি-রে
কান্দে বাঁশি কার লাইগা রে ।।
কি বুঝি ফুলেরই গন্ধ কি বুঝি মুকুল
বারণ করলে তুলিবো না এই বাগানের ফুল ।
আমি যে রাখাল ( তুমি ) রাজার ঝিয়ারী
নিষেধ দিলে বাজাইবো না আমারো বাঁশরি-রে
কান্দে বাঁশি কার লাইগা রে ।।
দিঘাবিলের অপর পারে আমার বসত গাঁও
বাবলা বনে ঘুইরা যাইতে লাগে ডিঙ্গির নাও
এই না পথে যাইতে কইন্যা বারণ করো যদি
তেপান্তরের পথে যাইমু সাতারিয়া নদী-রে
কান্দে বাঁশি কার লাইগা রে ।।
রাজকন্যা: মাঠে থাকো গরু রাখো কথার না পাও দিশ
বাড়িত গিয়া ভাউজের সনে কইর পরামিশ ।
কাইল দুপুরে গরু লইয়া এইনা পথ ধরিয়া
বাবলা বনে যাইও আবার বাঁশরি বাজাইয়া-রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু রে ।।
******************************--*****---****
আবদুল হাই মাশরেকী'র 'রাখাল বন্ধু' (পালাগান)
তৃতীয় গান
আমার পানে চাইয়্যা বাঁশি বাজাও...
রাজকন্যা : আমার পানে চাইয়্যা বাঁশি
বাজাও নিত্যি নিত্যি
তুমি রাখাল তোমার সনে আমার কিসের পিরিতি ।
বরই গাছে বরই নাইরে ইড্যা ক্যানে মারো
তোমার সনে নাই পিরিতি নয়ন কেন ঠার-রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু-রে ।।
ফাগুন মাসে আইও তখন ফুটবে গাছে ফুল
টাটকা ফুলের গন্ধে ভোমরা হইবে রে আকুল,
সেইনা ফুলের গাঁইথে মালা দিমু তোমার গলে
বাঁশরি বাজাইয়ো তখন বইসা গাছের তলে-রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু - রে ।।
রাখাল : বরইত পাড়িনা কইন্যা চুঁড়ই পংখি ধরি
তোমার এমন কথা শুইনা আমি লাজে মরি
তুমি রাজার কইন্যা আমি মাঠে বাজাই বাঁশি
তোমায় আমায় কি কইরা হয় ভালবাসা বাসি-রে
কান্দে বাঁশি কার লাইগারে ।।
নিলুয়া বাতাসে তোমার শাড়ির আঁচল উড়ে
ঘুড়ির মতন আমার পরান হাওয়ার সনে ঘুরে
কাঁটায় বাঁধে শাড়ি তোমার ছাড়াও ধীরে ধীরে
শাড়ি তোমার নাইবা ছিড়ুক পরান আমার ছিড়ে-রে
কান্দে বাঁশি কার লাইগা রে ।।
রাজকন্যা : তুমি তো লাটের পুরুষ আমি পাড়ার নারী
নিলাজ তুমি হইলে আমি কি করিতে পারি
খুইলা দিলাম এই লইয়া যাও আমার গলার হার
চইল্যা যাইও অন্য কিছু চাইও না আমারে-রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু - রে ।।
রাখাল : হার দিলা সুন্দরী কইন্যা আর না কিছুই দিলা
চির দিনের লাইগ্যা বুঝি বিদায় কইরা দিলা ।।
রাজকন্যা : মাঠে থাকো গরু রাখো কথা না যে বুঝো
খাটের তলায় পাটি থুইয়্যা বন্দ জুইড়্যা খুঁজো - রে
প্রাণ কান্দে রাখাল বন্ধু - রে ।।
-//--__///_-----_//------_-------//-------------///-----//
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: