ডাকসুতে জিতবে কে? ডাকসু নির্বাচন ২০২৫ || Today news
Автор: Adnan Earnings Guide
Загружено: 2025-09-08
Просмотров: 163
Описание:
---
ডাকসু নির্বাচনের ইতিহাস (৩০ লাইনে সংক্ষিপ্ত বিবরণ)
1. ডাকসু মানে “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ”।
2. এটি গঠিত হয় ১৯২২ সালে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রায় সমসাময়িক সময়ে।
3. এর উদ্দেশ্য ছিল ছাত্রদের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করা।
4. প্রথম ডাকসু গঠিত হয় নিযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে।
5. তবে পরবর্তীতে সরাসরি নির্বাচনের ধারা চালু হয়।
6. স্বাধীনতার আগে থেকেই ডাকসু নির্বাচন ছিল ছাত্র আন্দোলনের প্রধান কেন্দ্র।
7. ভাষা আন্দোলনে ডাকসু নেতাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
8. ১৯৫২ সালে ভাষা শহীদদের স্মরণে ডাকসু ছিল কার্যকর ভূমিকা পালনকারী সংগঠন।
9. ১৯৬০–এর দশকে পাকিস্তান বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব এসেছিল ডাকসু থেকে।
10. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসেছিলেন।
11. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ডাকসু ছিল প্রতিরোধ আন্দোলনের প্রাণকেন্দ্র।
12. মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়েও ডাকসু ছিল গণতান্ত্রিক আন্দোলনের মূল চালিকা শক্তি।
13. ১৯৭৩ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ছিল অন্যতম উল্লেখযোগ্য।
14. এরপর বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত নির্বাচন হয়নি।
15. ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
16. তবে দীর্ঘ সময় ধরে নির্বাচন বন্ধ ছিল, ছাত্ররা শুধু আন্দোলনের মাধ্যমেই সক্রিয় ছিল।
17. ১৯৯০ সালের পর প্রায় তিন দশক ডাকসু নির্বাচন হয়নি।
18. এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি মূলত ছাত্রলীগ, ছাত্রদল ইত্যাদি সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
19. ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
20. সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।
21. ডাকসু নির্বাচন নিয়ে সবসময় বিতর্ক থাকে প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে।
22. অনেকেই মনে করেন ডাকসু হলো জাতীয় রাজনীতির ক্ষুদ্র প্রতিচ্ছবি।
23. কারণ এখান থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়।
24. ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন।
25. তবে ভোট কারচুপি, দমন-পীড়ন ও অনিয়মের অভিযোগ প্রায়ই উঠে আসে।
26. নির্বাচন না হওয়ার ফলে বিশ্ববিদ্যালয় জীবনে গণতান্ত্রিক চর্চার অভাব হয়েছে বলে অনেকে মনে করেন।
27. শিক্ষার্থীরা দাবি করে নিয়মিত ডাকসু নির্বাচন আয়োজনের।
28. এতে ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠবে, গণতন্ত্র চর্চার সুযোগ বাড়বে।
29. বর্তমানে ২০২৫ সালের ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
30. ইতিহাস বলছে, ডাকসু শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং দেশের রাজনীতিরও বড় এক প্রতিচ্ছবি।
---
#ডাকসু_নির্বাচন২০২৫
#ডাকসু২০২৫
#ঢাবি_নির্বাচন
#DUCSUElection2025
#ঢাবি২০২৫
#ডাকসুতে_জিতবে_কে
#DhakaUniversity
#StudentPolitics
#BangladeshPolitics
#ছাত্রদল_বনাম_ছাত্রলীগ
#ডাকসু_খবর
#DUCSU2025
#PinakiBhattacharya
#ঢাবি_ডাকসু
#Election2025
ডাকসুতে জিতবে কে, ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল, ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন কবে, ডাকসু নির্বাচন ফলাফল, ঢাবি ডাকসু নির্বাচন ২০২৫, ডাকসু নির্বাচন খবর ২০২৫, ডাকসু নির্বাচন- ২০২৫, ডাকসু নির্বাচন ২০২৫bangla educational video, bangla education, bangla infotainment, ডাকসু, ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন ২০২৫, ডাকসু ২০২৫, কে জিতবে ডাকসু নির্বাচন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: