প্রচার মাধ্যমের আড়ালে থাকা আরও কয়টি শতাধিক প্রাচীন মন্দিরের মাহাত্ম্য শুনুন সেবাইত দের থেকে।
Автор: Utsav India Now
Загружено: 2025-10-20
Просмотров: 65
Описание:
City of Joy মানেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নাম এক কথায় অসাধারণ, তেমনি কালী ক্ষেত্র কলকাতা নামেও পরিচিত আছে। কলকাতার ঐতিহ্যের মধ্যে কালী ঘাট, দক্ষিণেশ্বর, আদ্পীঠ , লেক কালী বাড়ি, ফিরিঙ্গ কালী মন্দির, ঠনঠনিয়া কালি মন্দির প্রসিদ্ধ । এই সব মন্দিরের ইতিহাস আমরা সবাই কম বেশী জানি। কিন্ত তার পরেও কলকাতার অলিতে গলিতে বা মোড়ে আরও অনেক কালী বা অন্যান্য দেব দেবীর মন্দির রয়েছে একশো, দুশো বছরের প্রাচীন। চলুন জেনেনেই সেই সব ইতিহাস সম্পর্কে।
বিশেষ দ্রষ্টব্য: এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/ কর্তৃপক্ষের/ সংস্থার/ ব্যক্তির সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/ কাল / ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: