সাতক্ষীরার বেহাল সড়কে ব্যাহত হচ্ছে যোগাযোগ ও চিংড়ি রপ্তানি।। priyo satkhira (প্রিয় সাতক্ষীরা)
Автор: priyo satkhira (প্রিয় সাতক্ষীরা)
Загружено: 2025-10-12
Просмотров: 43
Описание:
সাতক্ষীরার বেহাল সড়কে ঘটছে প্রাণহানি, ব্যাহত হচ্ছে যোগাযোগ ও চিংড়ি রপ্তানি
সাতক্ষীরার আকর্ষন সড়ক পথে সুন্দরবন” এটি এখন শুধু বানীতে সীমাবদ্ধ। গত ২ জুগের বেশি সময় ধরে সাতক্ষীরা শহর হতে সুন্দরবনগামী সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। আর এতে বিপাকে চালক, যাত্রী ও পথচারীরা। জেলার দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার একমাত্র প্রধান সড়ক এবং আশাশুনি উপজেলার আংশিক প্রধান রাস্তা এটি। এই সড়কটি সর্বশেষ ১৯৯৮ সালে সংস্কার করা হয়। এরপর থেকে পুটিং দিয়ে চলছে ৬২ কিলোমিটার সড়ক।
সাতক্ষীরার সাদাসোনা খ্যাত চিংড়ি, কৃষিপণ্য রপ্তানিতে বেগ পোহাতে হয় এই সড়কে। এতে সময়মত রাজধানী সহ দেশের বাহিরে রপ্তানি চিংড়ি মাছ, কাঁকড়া, কৃষিপণ্য পাঠাতে ব্যার্থ হন ব্যবসায়ীরা। পাশাপাশি ভাঙা সড়কের কারণে সুন্দরবন দেখার আগ্রহ হারাচ্ছে পর্যটকরা। সেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খ্যাতে।
শুধু এই সড়ক নয় জেলার ৮০% সড়কে পড়েনি ইট কিংবা কার্পেটিং। এতে করে বর্ষায় কাঁদা আর গ্রীষ্মে ধুলাবালিতে নাকাল সাতক্ষীরার মানুষ। অসুস্থ কিংবা জরুরী প্রয়োজনে এসব সড়ক ব্যবহারে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
তবে, সাতক্ষীরা সড়ক বিভাগ বলছে, ৬ টি প্যাকেজে ৬২.৩২৫ কিলোমিটার ২০২৩ সালের ৯ নভেম্বর একনেক কর্তৃক অনুমোদন পায়। মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশ মোতাবেক ২০২৩ সালের আগস্ট থেকে ৩০ জুন ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সরকার পতনের পর সবচুক্তি টেন্ডার বাতিল হয়ে নতুন ভাবে টেন্ডার হয়েছে। ঠিকাদারগন দ্রæত সময়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Facebook: / priyo.satkhi. .
Page: / satkhirapriyo
Groups: / 31210. .
Youtube:https://www.youtube.com/channel/UCV7b...
twitter: / priyosatkhira
instagram: / satkhirapriyo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: