আধুনিক সুবিধা সম্বলিত বিলাসবহুল লঞ্চ রাজারহাট বি আসছে | MV Rajarhat B
Автор: Launch Vessel Finder's Bangladesh
Загружено: 2020-05-24
Просмотров: 2357
Описание:
#LVFBD_Rajarhut_Update
একসময়ের সবচেয়ে অবহেলিত নৌ-রুট "ঢাকা-বরগুনা" টি বর্তমানের আলোর মুখ দেখার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে মেসার্স এম কে শিপিং লাইন্স। এদের ব্যানারেই সর্বপ্রথম এম ভি মৌসুমী-২, তথা প্রাক "এম ভি টিপু-৩" এর দ্বারা "তুলনামূলক দ্রুতগতি"র সার্ভিসের সূত্রপাত ঘটে রুট টিতে৷ পরবর্তীতে এম ভি পূবালী-১, সুন্দরবন-২ ও ৫, সাতিল আরব এর মত বিশালাকৃতির ও বিলাসবহুল নৌযান এর আগমনের দ্বারা রুটটিকে জমজমাট ও " প্রতিযোগিতাপূর্ণ" করতে সক্ষম হয় কোম্পানি টি।
তবে এসবই ছিলো বিভিন্ন কোম্পানির থেকে কেনা, সহজভাবে "সেকেন্ড হ্যান্ড" জাহাজ। একদম নিজস্ব ব্যানারের ব্র্যান্ড নিউ জাহাজের যে ঘাটতি ছিলো এতদিন, বোধকরি সেটা পূরন হতে বেশি একটা সময় বাকি নেই। নির্মান লগ্নি থেকেই প্রায় ২২০ ফুটের মাঝারি আকারের জাহাজটির ব্যানার ছিলো এম কে শিপিং লাইন্সের, যে ব্যাপারে বিস্তারিত আমরা বেশ কয়েকটি পর্বের আয়োজন ইতিমধ্যেই করেছিলাম। অবশ্য সে সময়ে "প্রস্তাবিত" নাম ছিলো "এম ভি রাসেল-১", যা বর্তমানে "এম ভি রাজারহাট-১" (দেখে নিয়েন) নামে সার্ভে সম্পন্ন করার দ্বারপ্রান্তে।
সম্প্রতি জাহাজটিকে কয়েকবার রিভার ট্রায়াল সম্পন্ন করার মাধ্যমে সার্ভিসে আনার উপযোগী করার আরেক ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তাই আসুন সংক্ষিপ্ত বর্ণনায় জাহাজটির বর্তমান অগ্রগতি সম্পর্কে খানিক অবগত হয়ে নিইঃ
🎯ডেকোরেশন
⚠জাহাজটি কেবিনের অন্দরের কাজ বেশ অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। মূল স্ট্রাকচারাল বিউটির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডেকোরেশনের বিভিন্ন অংশ গুলো সংযোজন হয়ে গিয়েছে ইতিমধ্যে। ফাইনাল টাচ আপের কাজ অন্যান্য সমন্বয়ের কাজ জাহাজটিকে ভাসিয়ে রেখেই সম্পন্ন করা হচ্ছে।
🎯প্রপালশন
⚠জাহাজটির প্রপালশন সেকশনে ইতিমধ্যে ইন্সটল করা হয়েছে জাপানের Yanmar ব্র্যান্ডের রিকন্ডিশন্ড মিডিয়াম স্পিড অক্সিলারি মেরিন ইঞ্জিন, যা সর্বোচ্চ ১০৫০ আরপিএম এবং প্রায় ৯০০ হর্সপাওয়ারের কাছাকাছি পর্যন্ত আউটপুট প্রদান করতে সক্ষম। সাথে কিছুদিন আগে সন্তোষজনক রেশিও বিশিষ্ট জিবো ব্র্যান্ডের রিডাকশন গিয়ার বক্স এর সমন্বয়ে বেশ ব্যালেন্সড পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে বলে ধারনা করা যায়।
🎯ব্রিজ কন্ট্রোল
ইতিমধ্যে আমরা ব্রিজ কন্ট্রোলড টেলিগ্রাফ সিস্টেম ঈগল-১/২, গ্রীন লাইন-১/২/৩ কিংবা এ্যাডভেঞ্চার-৫ এর মত জাহাজে দেখে এসেছি৷ এছাড়াও দেশে নির্মিত এম ভি রিপল(প্রাক) । এই ঘটনা টেনে আনার কারন টিপিক্যাল লঞ্চের মধ্যে একদম শুরু থেকেই ইন্সটল করা ব্রিজ কন্ট্রোলিং সিস্টেম সম্পন্ন জাহাজ হবে এম ভি রাজারহাট বি। ব্রিজে থাকা ক্রু রা এখন ব্রিজে বসেই সরাসরি অপারেট করতে পারবেন ইঞ্জিন গুলোকে, যখন যেভাবে প্রয়োজন, সেভাবেই।
🎯ডিজাইনিং
⚠ইন্টেরিয়রের রুচিশীলতার ব্যাপারে পূর্বেই খানিকটা আভাস দিয়েছিলাম আমরা। যথেষ্ট রুচিসম্মত ইন্টেরিয়র ডিজাইনের সমন্বয়ে জাহাজটিকে করা হচ্ছে আধুনিক ও নজরকাড়া। রুচিশীলতা বলতে যারা শুধুমাত্র বরিশাল, পটুয়াখালী, কিংবা চাঁদপুরের লঞ্চগুলোকেই জেনে আসছেন, তাদের চিন্তাধারার কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে জাহাজটি সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। বাকিটুকু নাহয় ভিডিওতে দেখে নিন।
© Launch Vessel Finder's Bangladesh - দ্বারা সংরক্ষিত।
নৌযান ও জাহাজ সম্পর্কিত সকল আপডেট নিয়মিত পেতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন - www.vesselfindersbd.org
দেখতে চাই আপনার হাতে তোলা ছবি । আমাদের ফেইসবুক গ্রুপে, শেয়ার করুন আপনার তোলা লঞ্চ বিষয়ক ছবি/ভিডিও ফুটেজ/ অভিজ্ঞতা।
গ্রুপ লিঙ্কঃ / vesselfindersbd
ফলো করতে পারেন লঞ্চ ভেসেল ফাইন্ডার্স বাংলাদেশ এর ইন্সট্রাগ্রাম একাউন্ট।
লিংকঃ / vesselfindersbangladesh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: