কমলার চাষ| রাজশাহীতে প্রথম কমলার চাষ| ভিড়িও-৩|
Автор: Mehedi Hasan Kajol
Загружено: 2025-01-30
Просмотров: 173
Описание:
কমলা চাষ বাংলাদেশের একটা অন্যতম সম্ভাবনাময় কৃষি খাত।প্রতি বছর বিপুল পরিমান টাকার কমলা বিদেশ থেকে আমদানি করতে হতো। ভারত,ভুটান,মিশর,দক্ষিন আফ্রিকা,উরুগুয়ে থেকে এগুলো আমদানি করা হত।সবচেয়ে বেশি আসতো ভারত থেকে।
২০২০-১৫০মিলিয়ন ডলার
২০২১-২২০ মিলিয়ন ডলার
২০২২-২০৩ মিলিয়ন ডলার
২০২৩-৯১ মিলিয়ন ডলার
২০২৪-৬৫ মিলিয়ন ডলার।
বর্তমানে দেশে কমলা চাষের অগ্রগতির জন্য এই আমদানির পরিমান কমে গেছে অনেকটা।
বর্তমানে বাংলদেশের ৩৫ টা জেলায় কমলা চাষ হচ্ছে। এবং ২০-২৫ জাতের কমলা বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
কমলা উচু ও আদ্র জমিতে ভাল হয়।তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে ভাল।বছরে ১৫০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত দরকার।বাংলাদেশের সবচেয়ে বেশি কমলাচাষ
চাষ হয় পার্বত্য চট্রগ্রামের অঞ্চলগুলোতে। উত্তরবঙ্গে ও ব্যাপক ভাবে এই কমলা চাষ জনপ্রিয়তা লাভ করেছে। নিকট ভবিষ্যতে আমরা দেশের চাহিদা মেটানোর পর বিদেশে কমলা রপ্তানি করতে পারব,ইনশাআল্লাহ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: