যে একটি ভুলের কারণে আপনার কুরবানী বাতিল হয়ে যেতে পারে।
Автор: শেষ ঠিকানা
Загружено: 2025-06-09
Просмотров: 328
Описание:
১. কুরবানীর পশু নির্বাচনের নিয়ম:
পশু হতে হবে স্বাস্থ্যবান, নির্দোষ এবং দাগমুক্ত।
পশুর নির্ধারিত বয়স হতে হবে:
গরু/ষাঁড়/মহিষ: কমপক্ষে ২ বছর পূর্ণ।
ছাগল/ভেড়া: কমপক্ষে ১ বছর পূর্ণ (আর যদি ৬ মাসের হয় কিন্তু দেখতে ১ বছরের মতো হয়, তবে তা যথেষ্ট)।
পশুর দৃষ্টিগোচর কোনো শারীরিক ত্রুটি থাকলে কুরবানী সহীহ হবে না (যেমন: এক চোখ অন্ধ, অত্যন্ত রোগা, ল্যাংড়া ইত্যাদি)।
---
২. কুরবানীর দিন ও সময়:
ঈদুল আযহার নামাজ শেষ হওয়ার পর থেকে শুরু।
১০, ১১ ও ১২ জিলহজ—এই তিন দিনে কুরবানী করা যায় (আসরের পূর্বে শেষ সময়)।
রাতের বেলা কুরবানী করা মাকরুহ, দিনের বেলা উত্তম।
---
৩. কুরবানীর পূর্ব প্রস্তুতি:
কুরবানী দিচ্ছে এমন ব্যক্তি (মুসলিম, বালেগ, আকলবান, সামর্থ্যবান) যেন ঈদের প্রথম দশদিন (বিশেষ করে ১০ তারিখ পর্যন্ত) নখ, চুল ইত্যাদি না কাটে—এটি সুন্নাত।
পশুকে ভালোভাবে পানি ও খাদ্য প্রদান করা।
ছুরিকে ধারালো করা যেন পশুকে কষ্ট না হয়।
কিবলামুখী স্থানে পশুকে শোয়ানো (গরু ডান পাশ দিয়ে, উট দাঁড়ানো অবস্থায়)।
---
৪. কুরবানীর সঠিক পদ্ধতি:
নিয়ত করা (মনে মনে বলা—কুরবানীর নিয়ত)।
পশুকে কিবলামুখী শোয়ানো।
সুন্নাত দোয়া পড়া:
بِسْمِ اللَّهِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ هَذَا مِنْكَ وَلَكَ
অর্থ: “আল্লাহর নামে, আল্লাহ মহান, হে আল্লাহ! এটি তোমার পক্ষ থেকে ও তোমার জন্য।”
জবাই করার সময় খাদ্যনালী, বায়ুনালী ও দুই শিরা কাটা (উট ব্যতীত, উটের ক্ষেত্রে গলা বেয়ে উপর থেকে বর্শা ঢুকানো হয়)।
জবাই করার পর ভালোভাবে রক্ত বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা।
---
৫. কুরবানীর গোশতের বণ্টন:
উত্তম হলো: ৩ ভাগ করা—
১ ভাগ আত্মীয়-স্বজন/বন্ধুদের,
১ ভাগ গরীব-মিসকিনদের,
১ ভাগ নিজের পরিবারের জন্য।
সবটাই গরীবদের দান করলেও হবে।
বিক্রি করা হারাম, চামড়াও দান করা উত্তম।
জবাইকারী (কসাই) এর পারিশ্রমিক মাংস বা চামড়া দিয়ে দেয়া যাবে না, নগদ বা অন্য উপায়ে দিতে হবে।
---
৬. অন্যান্য গুরুত্বপূর্ণ সুন্নাত ও আদব:
পশুর প্রতি কোমল ব্যবহার করা।
ছুরি পশুর সামনে ধার না করা।
এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা।
আল্লাহর নাম ছাড়া জবাই করলে কুরবানী সহীহ হবে না।
---
সংক্ষেপ:
নিয়ত, দোয়া, কিবলামুখী করা, ধারালো ছুরি, খাদ্যনালী-বায়ুনালী-শিরা কাটা এবং গোশতের সঠিক বণ্টন—এই ৬টি বিষয়ে খেয়াল রাখলে কুরবানী সহীহ হবে ইনশাআল্লাহ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: