ঢাল, প্রান্তিক ও গড় অপেক্ষক | Lecture - 01 | Micro Economics | ব্যষ্টিক অর্থনীতি | Akmal hussain
Автор: Economics Center by Akmal Hussain Maliha
Загружено: 2021-04-11
Просмотров: 49483
Описание:
ঢাল, প্রান্তিক অপেক্ষক ও গড় অপেক্ষক নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা একটু মন দিয়ে পড়বে।
(১) জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাত কলেজের সিলেবাসের আলোকে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বইটি প্রকাশ পেয়েছে। তবে আমার বিশ্বাস অর্থনীতির Heart হিসেবে Micro বুঝার জন্য বইটি সবার কাজে লাগবে। না বুঝলে youtube এ আমার Lecture দেখবে।
(২) বইটি মূল্যসহ পাঠানোর খরচ বাবদ ৩৫০ টাকার মত রাখতে হচ্ছে।
(৩) এজন্য সিলেটের বাইরে যারা আছ, তারা বইটি মালঞ্চ লাইব্রেরি হতে সংগ্রহ করে নাও। বইটি সহজে পাওয়ার মাধ্যম হলো 01711996032 নম্বরে ফোন করে তোমার পূর্ণ ঠিকানা দিবে। এক্ষেত্রে তোমার নাম, বাসার নম্বর, রোড বা গ্রাম, পোস্ট অফিস (কোডসহ হলে ভালো), উপজেলা এবং জেলা ও মোবাইল নম্বর ম্যাসেজ করে দেবে। উনারা তোমার কাছে বই পাঠিয়ে Payment নেবে। অর্থাৎ এডভান্স Payment লাগবে না।
(৪) যারা সিলেট শহরে আছ, তারা মালঞ্চ বা সামী লাইব্রেরি হতে নিতে পারবে। তোমাদের সুবিধা হলো ডাক খরচ না থাকায় তোমরা একটু কম দামে বইটি পাবে।
(৫) আমার Messenger m.me/akmal.hussain.127
(৬) https://www.youtube.com/.../UCGBlqeok...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: