বাগেরহাটের দরগার হাট
Автор: Jano Pad
Загружено: 2026-01-09
Просмотров: 162
Описание:
বাগেরহাট—
ইতিহাসের শহর, আধ্যাত্মিকতার শহর।
যেখানে সময় যেন ধীরে চলে,
আর অতীত আজও বর্তমান হয়ে কথা বলে।
এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে
হযরত খানজাহান আলী (র.)–এর মাজার।
আর তার পাশের এই খোলা মাঠে—
প্রতি শুক্রবার ও মঙ্গলবার,
দুপুরের পর থেকে
শুরু হয় আরেক জীবনের গল্প।
এই গল্পের নাম— দরগার হাট।
প্রায় দুপুর পর্যন্ত মাঠটি থাকে শান্ত।
কেউ ভাবতেও পারে না,
কয়েক ঘণ্টার মধ্যেই
এখানে গড়ে উঠবে মানুষের বিশাল সমাগম।
দুপুর গড়িয়ে রোদ নরম হতেই ধীরেধীরে মানুষ আসতে শুরু করে।
বছরের পর বছর ধরে
এই হাট দেখছে মানুষের জীবন বদলের গল্প।
হাটের এক প্রান্তজুড়ে রয়েছে কাপড়ের পসড়া
শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, শিশুদের জামা আর শীতের কাপড়— দরদাম আর হাঁকডাকে
মাঠ ভরে ওঠে কোলাহলে।
এখানে দাম শুধু টাকায় নয়,
ভরসায়ও মাপা হয়। এখানের ক্রেতা ও বিক্রেতা উভয়েই নিম্ন ও মধ্যবিত্ত।
দরগার হাট মানেই
কম দামে প্রয়োজনের জিনিস,
আর পরিচিত মুখের নিশ্চয়তা।
এক প্রান্তে রয়েছে
কবুতরের বিশাল সমাহার।
পাখির ডাকে বোঝা যায়—
হাট এখন পুরোপুরি জমে উঠেছে।
এই অংশটা যেন হাটের হৃদস্পন্দন।
কারও কাছে কবুতর শখ,
কারও কাছে জীবিকা,
আবার কারও কাছে
বাবা–দাদার রেখে যাওয়া ঐতিহ্য।
আর এক প্রান্তে দেশী হাস আর মুরগীর সমাহার।
দুপুর পেরিয়ে বিকেল নামতেই
মানুষের ঢল নামে এই মাঠে।
এখানে শুধু কেনাবেচা হয় না—
এখানে গল্প চলে,
খোঁজখবর চলে,
জীবনের হিসাব–নিকাশ চলে।
এই হাট অনেকের কাছে
সপ্তাহের একমাত্র ভরসা।
এই শহরের তো বটেই দূর-দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা আসে এই হাটে। অনেকেই চলতি পথে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেয়।
এই ব্যস্ততার ঠিক পাশেই
নীরবে দাঁড়িয়ে আছে
হযরত খানজাহান আলী (র.)–এর মাজার।
আধ্যাত্মিক শান্তি আর
জাগতিক জীবনের ব্যস্ততা
এখানে এসে এক ফ্রেমে ধরা দেয়।
দরগার হাট—
এটা শুধু একটা হাট নয়।
এটা বাগেরহাটের মানুষের
জীবনের গল্প।
ইতিহাসের ছায়ায়,
দুপুর পেরিয়ে
আজও এখানে বেঁচে আছে
জমজমাট জীবন।
#bangladesh #bagerhat #hilight #Viral #Facebook
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: