1 কেজিতে 1500 পিস |দেশি শিং মাছের পোনা |বিক্রয় হবে 01713539212
Автор: fishmarketingbd
Загружено: 2019-05-02
Просмотров: 57
Описание:
1 কেজিতে 1500 পিস |দেশি শিং মাছের পোনা |বিক্রয় হবে 01713539212
#দেশিশিংমাছ#শিংমাছেরপোনা#deshishing
প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা fishmarketing bdএর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা জানেন- পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। ভালো করে চাষ করতে পারলে অন্যান্য মাছের তুলনায় শিং মাছ চাষে লাভ বেশি। বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে দেশি শিং মাছের পোনা উৎপাদন করা হচ্ছে আর মৎস্য চাষীরা বেশ লাভবান হচ্ছে,তাই পুকুরে দেশি শিং মাছের চাষ করতে হলে প্রথমে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ রাখতে হবে।
১। শিং মাছ চাষ করার জন্য পুকুরের আয়তন কতটুকু হলে ভালো হবে
২। শিং মাছ চাষ করার জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন
৩। শিং মাছ চাষ করার জন্য পুকুরে কতটুকু পানি রাখবেন
৪। প্রতি শতাংশে কতগুলো শিং মাছের পোনা মজুদ করতে পারবেন
৫। শিং মাছকে কিভাবে খাবার দিবেন
৬। শিং মাছের রোগ প্রতিরোধের জন্য কি কি করবেন
৭। শিং মাছের ভাইরাস ধরলে কি করবেন
৮। শীতকালের শিং মাছ চাষ করার জন্য কি কি পরামর্শ গ্রহণ করা প্রয়োজন
★পুকুরের আয়তন কতটুকু হবেঃ--
দেশি শিং মাছ চাষের জন্য সাধারনত ৪০-৫০ শতাংশ আয়তনের পুকুর নির্বাচন করাই ভাল।
★কিভাবে পুকুর পুকুর প্রস্তুত করবেনঃ--
০১.নতুন পুকুর হলে-- প্রথমে ভালভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে ১৫-২০ কেজি গোবর ছিটিয়ে দিতে হবে তারপর ভালভাবে মই দিয়ে চুন প্রয়োগ করতে হবে।
০২.পুরাতন পুকুর হলে--প্রথমে পুকুর শুকিয়ে পুকুরের তলায় জমানো কাঁদাগুলু উঠিয়ে ফেলতে হবে।তারপর প্রতি শতাংশে ১ কেজি পরিমান চুন ছিটিয়ে দিতে হবে।
★পুকুরে পানির পরিমানঃ--পুকুর প্রস্তুত করার পর শ্যালো মেশিন দিয়ে পুকুরে ২-৩ ফুট পরিস্কার পানি দিতে হবে,তবে পানি দেয়ার সময় পাইপের মুখ ঘন জাল দিয়ে বেধে দিতে হবে যাতে কোন প্রকার পোকামাকড়,সাপ,ব্যাঙ পুকুরে প্রবেশ না করতে পারে।
★প্রতি শতাংশে পোনার পরিমানঃ--পুকুর প্রস্তুতের পর ২-৩ দিনের মধ্যে প্রতি শতাংশে ৭০০-১০০ দেশি শিং মাছের পোনা ছাড়তে পারবেন।
★শিং মাছকে কিভাবে খাবার দিবেনঃ--
০১.প্রথম ১০ দিন--ছোট শিং মাছগুলু সাধারনত রাতের বেলায় খাবার খায়,তাই আপনি যে পরিমান মাছ ছেড়ছেন সেই মাছের মোট ওজনের ২০ ভাগ খাবারকে ২ ভাগ করে দু'বেলায় অর্থাৎ সন্ধায় ও ভোরে প্রয়োগ করবেন।মনে করুন,আপনি আপনার পুকুরে ২০ কেজি মাছ দিয়েছেন,তাহলে আপনি খাবার দিবেন ৫ কেজি এবং এই ৫ কেজিকে দুভাগ করে দু'বেলায়।
০২.পরের ১০ দিন--পুকুরে মাছ ছাড়ার পরের ১০ দিন মাছের মোট ওজনের ১৫ % হারে দু'বেলায় খাবার দিতে হবে।
০৩.তারপরের ১০ দিন--একই ভাবে একই নিয়মে মাছের মোট ওজনের ১০% হারে দু'বেলায় খাবার দিতে হবে।
০৪.পুরো ১ মাস অতিবাহিত হলে--পুকুরে মাছ ছাড়ার ১ মাস অতিবাহিত হলে ৫% হারে দু'বেলায় খাবার দিতে হবে এবং মাছের ওজন ১৫-২০ গ্রাম হলে ৪% হারে দু'বেলায় খাবার দিতে হবে পাশাপাশি খাবার দেয়ার সময় পরিবর্তন করে সকাল এবং রাতে খাবার দিতে হবে। তাছড়া মাছ বিক্রির আগ পর্যন্ত এই নিয়মই খাবার দিতে হবে।
★শিং মাছের রোগ প্রতিরোধের জন্য কি করবেনঃ--শিং মাছের চাষকালীন সময়ে মাছ রোগাক্রান্ত বা কোন প্রকার সমস্যা দেখার পূর্বেই দ্বিতীয় মাস থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে পলগার্ড প্লাস এবং দ্বিতীয় সপ্তাহে গ্যাসোনেঙ্ প্লাস এবং তৃতীয় সপ্তাহে অ্যাকোয়া ম্যাজিক প্লাস ব্যবহার করতে হবে।
★শীতকালে শিং মাছের রোগপ্রতিরোধের জন্য কি করবেন :---মাসে দুইবার অর্থাৎ পনের দিন পরপর পুকুরের পানি পরিবর্তন করতে হবে পাশাপাশি প্রতি মাসে একবার এন্টিফাঙ্গাস মেডিসিন দিতে হবে।
পরামর্শঃ-- ১)শীতকালে পুকুরের পানির উচ্চতা ২ ফুট রাখতে হবে।২) গ্যাস দূর করার জন্য কোন অবস্থাতেই শিং মাছের পুকুরে হররা টানা যাবে না।৩)পুকুরের গ্যাস দূর করার জন্য গ্যাসোনেক্স ব্যবহার করতে হবে।৪) শীতকালে কোন অবস্থাতেই শিং মাছের পুকুরে জাল টানা যাবে না তাতে ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থাকে।
মাছ চাষ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
/ fishmarketingbd
অর্ডার করতে কল করুন:-
০১৭১৩৫৩৯২১২
আমাদের ঠিকানা- গ্রাম:-ধলা পোস্ট-ধলা থানা-ত্রিশাল জেলা-ময়মনসিংহ|
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: