টুসু গানের সাথে এরকম নাচ-গান পরেশনাথ মেলাতে - দেখতে মিস করবেন না | Mukutmonipur Poresnath Mela 2026
Загружено: 2026-01-15
Просмотров: 4938
Описание:
Poresnath Mela | Mukutmanipur Mela | Makar Sankranti Tusu Mela 2026
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোলে, পাহাড় ও সবুজ অরণ্যের মাঝখানে অবস্থিত মুকুটমণিপুর—একটি শান্ত, সৌন্দর্যমণ্ডিত পর্যটনকেন্দ্র। এই অঞ্চলের পরেশনাথ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এখানকার লোকসংস্কৃতি ও আদিবাসী ঐতিহ্যের জন্যও বিশেষভাবে পরিচিত। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এখানে বসে ঐতিহ্যবাহী *টুসু মেলা*—যা শুধু একটি মেলা নয়, এটি মানুষের আবেগ, বিশ্বাস ও সংস্কৃতির এক মহামিলন।
টুসু হলো ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া ও সংলগ্ন আদিবাসী অধ্যুষিত এলাকার লোকদেবী। গ্রামীণ মেয়েরা ও কিশোরীরা পৌষ মাস জুড়ে মাটির তৈরি টুসু প্রতিমা সাজিয়ে রাখে। তারা প্রতিদিন গান গেয়ে, নাচ করে, নিজেদের স্বপ্ন ও আশা টুসুর কাছে নিবেদন করে। পৌষ সংক্রান্তির দিন সেই টুসু প্রতিমাকে নিয়ে শোভাযাত্রা বের হয়—ডাকের তালে, ঢাকের শব্দে, “টুসু টুসু” গানে মুখর হয়ে ওঠে পুরো পরেশনাথ এলাকা।
পরেশনাথের টুসু মেলা এই অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব। পাহাড়ের পাদদেশে বসে বিশাল মেলা। দূর-দূরান্তের মানুষ এখানে এসে জড়ো হয়। আদিবাসী নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠে। কোথাও সাঁওতালি নাচ, কোথাও ঝুমুর গান, কোথাও ঢোল-মাদলের তালে নৃত্য—পুরো পরিবেশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়।
মেলায় শুধু ধর্মীয় আচারই নয়, গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। হাতে তৈরি বাঁশের জিনিস, মাটির খেলনা, কাঠের শিল্পকর্ম, স্থানীয় খাবার—পিঠে, পায়েস, চুড়ির দোকান—সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক জীবন্ত লোকসংস্কৃতির প্রদর্শনী। শিশুদের চোখে আনন্দ, বৃদ্ধদের মুখে স্মৃতির হাসি, আর তরুণদের প্রাণবন্ত উচ্ছ্বাস—এই মেলাই যেন গ্রামের প্রাণ।
টুসু বিসর্জনের মুহূর্তটি সবচেয়ে আবেগঘন। পাহাড়ি ঝর্ণা বা নদীর জলে প্রতিমা ভাসিয়ে দেওয়া হয়। গান থেমে যায়, চোখে জল আসে অনেকের। টুসুকে বিদায় জানিয়ে তারা বলে—আগামী বছর আবার দেখা হবে। এই বিদায়ে লুকিয়ে থাকে আগামী দিনের আশার আলো।
পরেশনাথের টুসু মেলা আমাদের শেখায়—উৎসব মানে শুধু আনন্দ নয়, এটি মানুষের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার এক উপায়। আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও এই মেলা প্রমাণ করে, লোকসংস্কৃতি আজও জীবন্ত। মুকুটমণিপুরের পাহাড়ের কোলে, প্রকৃতির সান্নিধ্যে, মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে টুসু—একটি বিশ্বাস, একটি গান, একটি চিরন্তন ঐতিহ্য।
Mukutmanipur Poresnath mela 2026,
Poresnath Mela 2026,
Paresnath Mela 2026,
Paresnath Tusu Mela 2026,
Poresnath Tusu Mela,
Porkul Tusu Mela,
Tusu Mela,
Makar Parab,
Makar Sankranti,
আমাদের এই চ্যানেলে নতুন নতুন ঝুমুর, বাউল, লোকসংগীত, বাংলা যাত্রাপালা, বাংলা কীর্তন ইত্যাদি বাঁকুড়ার সাংস্কৃতিক ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ।
-: Copyright Disclaimer :-
Respected all copyrights of the pictures and music that are used in my videos are owned by its respective owners and I really appreciate them. If any of the owners have a problem with your pictures and music used here, please send me a message and i will remove them. If any issue please contact this E-mail, please don't send “COPYRIGHT STRIKE” our channel. E-Mail:[email protected]
PLEASE SUBSCRIBE THIS CHANNEL
ENJOY YOUR LIFE
THANK YOU
#AmaderBankura #studioandgraphics
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: