BUET প্রিলি সম্ভাবনা পরীক্ষা | ১৩ জানুয়ারি ২০২৫ | UDVASH
Автор: UDVASH Engineering Admission
Загружено: 2025-01-07
Просмотров: 1453
Описание:
BUET প্রিলি সম্ভাবনা পরীক্ষা | ১৩ জানুয়ারি ২০২৫ | UDVASH
বাড়িয়ে নাও সম্ভাবনা, জিতে নাও মেধাবৃত্তি🏆
প্রিয় ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুয়েটে পড়ার স্বপ্নপূরণের সময় এখন একেবারেই দোরগোড়ায়। তোমাদের প্রতিদিনের চেষ্টার ফসল স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা এই মুহূর্তে তোমাদের ভেতরে প্রবলভাবে নাড়া দিচ্ছে। ইতোমধ্যে তোমরা জেনেছ যে, আগামী ২৩ জানুয়ারি বুয়েটের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই তোমাদের দীর্ঘদিনের আরাধ্য স্বপ্নপূরণে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রস্তুতির অবস্থান যাচাই করা এবং সেই অনুসারে প্রস্তুতি নিয়ে নিজেকে পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা। মূলত এ লক্ষ্যেই, বুয়েটে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উদ্ভাস আয়োজন করেছে "BUET প্রিলি সম্ভাবনা পরীক্ষা"। আর এই পরীক্ষাটি আগামী ১৩ জানুয়ারি দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ৯১টি শাখায় একযোগে অফলাইনে অনুষ্ঠিত হবে।
সর্বমোট ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!🏆
✅ পরীক্ষার তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৫
❏ যারা অংশগ্রহণ করতে পারবে: ২০২৪ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু যেকোনো শিক্ষার্থী।
❏ পরীক্ষার ধরন: BUET প্রিলি ভর্তি পরীক্ষা অনুরূপ, MCQ ১০০টি, ১০০ নম্বর এবং সময় ১ ঘণ্টা।
❏ পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-এর ৯১টি শাখায় একযোগে অনুষ্ঠিত হবে।
❏ পরীক্ষার সময়সূচি: SMS এর মাধ্যমে জানানো হবে।
❏ পরীক্ষার ফি: ১০০/-
❏ রেজিস্ট্রেশন: অনলাইন/নিকটস্থ যেকোনো শাখায় রেজিস্ট্রেশন করা যাবে।
বিস্তারিত ও ভর্তি হতে👉 https://cutt.ly/eapsho24
📲 09666-775566
#BUET #Preli #Shomvabona #Exam #udvash
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: