কলার পানামা রোগ, লক্ষণ এবং প্রতিকার Banana Panama Diseases, Symptoms and Remedies
Автор: সহজ কৃষি শিক্ষা /Shohoj krishi Shikkha
Загружено: 2022-05-05
Просмотров: 25005
Описание:
১। প্রথমে আক্রান্ত গাছের নীচের পুরাতন পাতার কিনারা হতে হালকা হলুদ বর্ণের দাগ পড়ে।হলুদ দাগ পাতার মধ্যশিরার দিকে অগ্রসর হয়ে গাঢ় বাদামী হতে শুরু করে পাতাটা পরে শুকিয়ে যায়।
২. পরবর্তীতে উপরের পাতাও হলদে হতে আরম্ভ করে।
৩. আক্রান্ত পাতা বোটার নিকটে ভেঙ্গে ঝুলে পড়।
৪. হঠাৎ করে পুরো গাছটি অথবা ২/১ টি পাতা ঢলে পড়তে পারে।
৫. ভূয়াকান্ড লম্বালম্বিভাবে ফেটে যায় ।
৬. ভূয়াকান্ড ও শিকড় আড়াআড়ি ভাবে কাটলে খাদ্য সঞ্চালন নালীর মধ্যে লালচে কালো রং-এর দাগ দেখা যায়।
ব্যবস্থাপনা
১. রোগমুক্ত বাগান থেকে তেউড়/ চারা সংগ্রহ করতে হবে।
২. রোগাক্রান্ত গাছ মাটিসহ উঠিয়ে ফেলতে হবে।
৩. দুই-তিন বছর পর ফসল বদল করে শস্য পর্যায় অলম্বন করতে হবে।
৪. জমি হতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
৫. অম্লীয় মাটিতে এই রোগের প্রার্দুভাব বেশি তাই বাগানের মাটি অম্লীয় হলে গাছ লাগানোর র্পূবে একর প্রতি ২০-২৫মণ চুন মাটির সংগে মিশিয়ে দিতে হবে।
৬. কেচোঁ ও কৃমি দমন করতে হবে যাতে ক্ষত সৃষ্টি করতে না পারে।
৭. গাছের গোড়ায় এবং সমস্ত গাছে কার্বন্ডিজম গ্রুপের ছত্রাকনাশক (যেমন অটোস্টিন , এমকোজিম, বেনডাজিম ) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর প্রয়োগ করতে হবে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: