প্রবাসী মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড থেকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান
Автор: Wage Earners' Welfare Board
Загружено: 2023-03-28
Просмотров: 4886
Описание:
আমরা খেতে বসতাম একজন আসতো বলতো " টাকা দিতে পারস না, বাপের টা খাইতে পারস !"
মোঃ সুজন আলী
প্রবাসী মৃত কর্মীর সন্তান
" প্রবাসী মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড থেকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।"
আমার নাম মোঃ সুজন আলী, আমার আব্বু সৌদি আরব প্রবাসী ছিলেন। আমার আব্বু যখন সৌদি আরব যায় তখন উপার্জক হিসেবে তিনিই ছিলেন।
তিনি প্রবাসী কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা লোন উঠিয়ে এবং আত্মীয় স্বজন থেকে ধার করে গিয়েছিলেন। ওখানে যাওয়ার ১৯ মাস পরে আমার আব্বুর রোড এক্সিডেন্ট হয় এবং ওখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৩ মাস ১৩ দিন পরে তার লাশ বাংলাদেশে আসে। লাশটা আসার পরে তার অনেক পাওনাদার ছিল, যেহেতু আমার আব্বু মাত্র ১৯ মাস বিদেশে কাজ করে। সেই সুবাধে ৫ লক্ষ টাকা ঋণ ছিল সেইসময়, বিদেশে যাইতে লাগছিল ৭ লক্ষ ৭০ হাজার টাকা।
আমরা খেতে বসলাম একজন আসতো এবং বলতো " টাকা দিতে পারস না, বাপেরটা খাইতে পারস !" আবার দেখা যায় অন্যদিন আরেকজন আসতো কারন ৫/৬ লক্ষ টাকা সুদি ঋণ ছিল। অনেক ঋণের বোঝা আর উপার্জন করার মধ্যে আমার মা অন্যের বাসায় কাজ করতো এবং আমি অন্যের জমিতে কাজ করতাম।
সারাদিন কাজ করলে দিতো ৩০০ টাকা কারন অন্যদের মতো কাজ করতে পারতাম না। আমার আব্বা যখন মারা যায় তখন আমার পরিবারের ৫ লক্ষ টাকা ঋণ ছিল।
আমার আব্বুর লাশের উপরে অনেক কাগজ ছিল। আমার ফুফাতো ভাই উনিও সৌদি প্রবাসী ছিলেন, উনি কাগজগুলো রেখে দেন। জানাযার কিছুদিন পরে কাগজগুলো নিয়ে আমরা "ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড,মানিকগঞ্জ।" তখন মানিকগঞ্জ অফিস থেকে স্যার আমাকে ঢাকা অফিসে আসতে বলেন।
ঢাকা অফিসে আসার জন্য তিনি আমাকে সার্বিক সহযোগিতা করেন। তিনি আমাকে অফিসের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার দেন। ঢাকা অফিসে এসে আমি এখানে কথা বলি এবং কাগজপত্র প্রদান করি। কাগজপত্র দেওয়ার পরে " ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড" আমাদের ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
এই টাকা পেয়ে আমরা জমি ছাড়িয়ে নিই এবং চাষাবাদ করি। এখন আল্লাহর রহমতে আমি, মা এবং দুই ভাইবোন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি এটা আশাও করিনি, এখানে এতো সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এখানে কোন হয়রানি নেই।
#Ministry_of_ Expatriates'_Welfare_and_Overseas_employment
#Wage_Earners'_Welfare_Board
#wewb
#BOESL
#BMET
#probashikallyanBank
#Ministry_of_Expatriates'
#Bureau_of_Manpower_Employment_and_Training
#bangladesh_overseas_employment_and_services_limited
#ওয়েজ_আর্নার্স_কল্যাণ_বোর্ড
#বোয়েসেল
#বিএমইটি
#প্রবাসী_কল্যাণ_ব্যাংক
#প্রবাসী_কল্যাণ_ও_বৈদেশিক_কর্মসংস্থান_মন্ত্রণালয়
#probashinews
#ProbashiBangladeshi
#probashinews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: