কাস্টম হাউস ঢাকা সিপাই পদের প্রশ্ন সমাধান,Custom House Dhaka Sepai Question Solution 2024
Автор: Job Exam Mate BD
Загружено: 2024-05-03
Просмотров: 16768
Описание:
সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
আমাদের Facebook Group : / 822928402412283
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
Dhaka Custom Sepai Question Solution
কাস্টমস হাউস সিপাই প্রশ্ন সমাধান
১. এক কথায় প্রকাশ করুন
ক) পদ্মের ন্যায় অক্ষি বা চোখ যার। = পুণ্ডরীকাক্ষ
খ) গ্রহণ করিবার ইচ্ছা। = জিঘৃক্ষা
গ) নাভি পর্যন্ত লম্বিত = ললন্তিকা
ঘ) রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক
ঙ) একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় যা। = সার্ধশতবর্ষ
২. অর্থসহ বাক্য লিখুন।
ক) ত্রিশঙ্কু অবস্থা (উভয় সংকট/দোটানা অবস্থা) মেয়ের বিয়ে নিয়ে বাবলু ত্রিশঙ্কু অবস্থায় আছে।
খ) টুপ ভুজঙ্গ (নেশায় বিভোর): টুপ ভুজঙ্গ থেকে গাড়ী চালানো আইনত অপরাধ।
গ) তামার বিষ (অর্থের কুপ্রভাব): তামার বিষে ছাত্রছাত্রীর পড়ালেখা সব শেষ।
ঘ) পঞ্চত্ব প্রাপ্ত (মৃত্যু): গতরাতে চৌধুরি বাবু পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন।
ঙ) ভূষণ্ডির কাক (দীর্ঘায়ূ ব্যক্তি): হালদার বাবু যেন ভূষণ্ডির কাক বয়স ১০০ ছুঁই ছু্ঁই।
৩। শুদ্ধ করে লিখুন
(ক) ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
উত্তর: ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
(খ) শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ।
উত্তর: শহরে ও গ্রামে এখন ইলেকশনের আমেজ।
(গ) দৈন্যতা প্রসংশনীয় হওয়া সমিচিন নয়।
উত্তর: দৈন্য প্রশংসনীয় হওয়া সমীচীন নয়।
ঘ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ঙ) তারা যেন ভূল করিবার প্রতিযোগীতায় নামিয়াছে।
উত্তর: তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
৪. শব্দের অর্থ লিখুন।
(ক) Ambiguous অর্থ দ্ব্যার্থবোধক বা অস্পষ্ট
(খ) Calligraphy অর্থ চারুলিপি বা লিপিবিদ্যা
(গ) Ombudsman অর্থ ন্যায়পাল
(ঘ) Sentry অর্থ প্রহরী বা রক্ষাকর্তা
(ঘ) Custom Duty অর্থ শুল্ক
ইংরেজি-২০
৫. Write the meaning of the following Idioms/Phrases and make sentences:
(i) Apple of discord (বিবাদের বিষয়): His maternal property is the apple of discord among the cousins.
(ii) Down to earth (বাস্তব, যৌক্তিক এবং বন্ধুভাবাপন্ন): Rima is a down to earth woman at all.
(iii) Boil the ocean (অসম্ভব কাজ করা): Never waste your time to boil the ocean.
(iv) Beat around the bush (মূল কথায় না এসে অযথা কথা বলা): Nasir has a bad habit of beating around the bush.
(v) Rule of thumb (অভিজ্ঞতা বা প্রথার আলোকে কোন পদ্ধতি):
৬. Translate into English
(i) শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয়, বহুজাতিক ও বহু ভাষার দেশ।
Answer: Sri Lanka is a multi-religious, multi-ethnic, and multi-lingual country.
(ii) তুমি কী বইটি পড়ে শেষ করেছো?
Answer: Have you finished reading the book?
(iii) জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
Answer: The temperature of the river is being increased by climate change.
(iv) আজকাল অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন।
Answer: There are many jobs now a days that require English.
(v) ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠল।
Answer: The boy got on the train smiling.
৭. Fill in the gaps with appropriate Preposition.
(i) They burst--------- laughter hearing my jokes.
Answer: out
(ii) He died --------suicide.
Answer: by
(iii) We should capitalize------ our population.
Answer: on
(iv) The police is inquiring--------- the matter.
Answer: into
(v) He wrote the letter--------- blue ink.
Answer: in
৮। Find the proper Parts of Speech of the underlined words
(i) He seldom comes to our house.
Answer: adverb
(ii) We all went there except Rahman.
Answer: Preposition
(iii) He was weak; therefore, he could not attend the meeting.
Answer: Conjunction
(iv) Japanese children are jolly.
Answer: Adjective
(v) A flock of sheep is grazing in the field.
Answer: Collective noun
গণিত- ১৫
৯. একই মুনাফা হারে কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে? [জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-২০২৩]
১০। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটার 13 টাকা হিসেবে বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। বাগানটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও পরিসীমা বের করুন।
উত্তর: দৈর্ঘ্য 21 মিটার, ক্ষেত্রফল 147 বর্গমিটার, পরিসীমা 56 মিটার
১১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন।
উত্তর: পরিসীমা = 80 মিটার, কর্ণের দৈর্ঘ্য 8√13 মিটার
১২। a^2-√3 a+1=0 হলে a^3+1/a^3 এর মান কত?
উত্তর: 0
১৩. (ক) দেখান যে, (a^p )^(q-r)×(a^q )^(r-p)×(a^r )^(p-q)=1
= 1 (দেখানো হলো)
(খ) সমাধান করুন: 4^(x+1)=32
উত্তর: x=3/2
সাধারণ জ্ঞান: (১× ১৫) = ১৫
১৮। (ক) ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি?
উত্তর: দ্যা স্পিচ
(খ) 'জয় বাংলা' শ্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে কত তারিখে?
উত্তর: ২ মার্চ ২০২২
(গ) ছয়দফা আন্দোলনের চতুর্থ দফা কী?
(ঘ) স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কী কী?
উত্তর: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
(ঙ) বাংলাদেশ কত তারিখে কমওয়েলথের সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭২ সালের ১৮ এপ্রিল
(চ) ব্রেটন উডস ইনস্টিটিউট বলা বা কোন দুটি প্রতিষ্ঠানকে?
উত্তর: বিশ্বব্যাংক ও IMF
(ছ) ChatGPT এর পূর্ণরূপ কী?
উত্তর: Chat Generative Pre-Trained Transformer
(জ) তথ্য প্রযুক্তিতে Virus কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর: এক ধরনের সফটওয়্যার, যা কম্পিউটারের স্বাভাবিক কাযক্রম ব্যহত করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: