Скачать
আমি আছি কি না মরে গেছিরে বন্ধু। শিল্পীঃ সাথী আক্তার রুনা। গীতিকার এন আই রিপন।
Автор: N I Ripon Official
Загружено: 2022-01-02
Просмотров: 157
Описание:
গানের কথা।
আমি আছি কি না মরে গেছিরে (ওরে বন্ধু)
দেখলায় না আসিয়া,
তোমার প্রেমে এখন আমি যাইতাছি মরিয়া।
ওরে নিস্টুর বন্ধুরে (২)
১/ আমি ছিলাম তর চোখের মনিরে (ওরে বন্ধু)
না দেখলে বাচতি না,
এখন কেমনে থাকো তুমি হইয়া অছেনা। (২)
তোমায় তো হলোনা চিনারে (ওরে বন্ধু)
যাও কোন রুপ ধরিয়া। = ঐ
২/ আমার মনে জায়গা করে রে (ওরে বন্ধু)
কারে করলি আপন,
ব্যবহার দেখাইলি আমায় পরেরী মতন। (২)
আগে দিয়া সুখের আসনরে (ওরে বন্ধু)
পরে যাও ছাড়িয়া। = ঐ
৩/ এন আই রিপন তোমায় পাইলেরে (ওরে বন্ধু)
থাকতো সুখি হইয়া,
তুমি তো বুঝলায় না বন্ধু কঠিন তোমার হিয়া। (২)
আমারে তুই কান্দাইয়া রে (ওরে বন্ধু)
কই রইলি পড়িয়া। = ঐ
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: