বিপত্তারিণী পুজোর লাল তাগা হাতে ধারণ করলে পাওয়া যায় অবাক করা কিছু উপকার!
Автор: Aaj Somoy News
Загружено: 2025-06-26
Просмотров: 285242
Описание:
শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোর লাল তাগা হাতে ধারণ করলে পাওয়া যায় অবাক করা কিছু উপকার! জানেন কেন এই লাল তাগা হাতে পরিধান করতে হয় সকলকে?
দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে অন্যতম দেবী সঙ্কটনাশিনী, দেবী বিপত্তারিণী।বাংলায় ঘরে ঘরে মহিলারা স্বামী-সন্তান-পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পুজো করে থাকেন। শাস্ত্র অনুযায়ী এক সময় দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তাঁর আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে তাগা তৈরী করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তাঁর গলায় বেঁধে দেন।ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। সেই থেকে বিপদ এড়াতে হিন্দু ধর্মে লাল সুতো বা তাগা বাধার প্রচলন চালু আছে। এবং ঠিক একই কারণে বিপত্তারিণী পুজোর পরেও বিপদ থেকে উদ্ধার পেতে লাল তাগা পরিধান করা হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: