Malda: নৃশংস! কালিয়াচকে মা-বাবা সহ পরিবারের ৪ জনকে 'খুন করে পুঁতে রাখল' ছেলে!
Автор: ABP ANANDA
Загружено: 2021-06-18
Просмотров: 22264
Описание:
মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) নৃশংস হত্যাকাণ্ড। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। চার মাসের পুরনো খুনের ঘটনায় গতকাল ১৯ বছরের তরুণ আসিফ মেহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের পুরাতন ১৬ মাইল গ্রামে। পুলিশের দাবি, ধৃত আসিফ জেরায় জানিয়েছে, মাসচারেক আগে মা-বাবা, বোন ও দিদাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে দেয়। বড় ভাইকে খুনের হুমকি দেওয়ায় সে কলকাতায় পালিয়ে যায়। গতকাল বড় ভাই খুনের বিষয়টি কালিয়াচক থানায় জানালে গ্রেফতার হয় আসিফ। পুলিশের দাবি, জেরায় পরিবারের চারজনকে খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, পরিবহণ ব্যবসায়ী বাবা ছোট ছেলের বেহিসেবি খরচে নাজেহাল হয়ে সম্পত্তি বিক্রি করতে শুরু করেন। টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ? নাকি অন্য কোনও কারণে পরিবারের সদস্যদের নৃশংস খুন ধন্দে পুলিশ।
#Malda #MaldaMurder #PoliceInvestigation #ABPAnandaLive
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: