ইতিহাসের প্রাণকেন্দ্র জামালপুরের গান্ধী আশ্রম । Jamalpur । Gandhi Ashram । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-11-20
Просмотров: 434
Описание:
#GandhiAshram #Jamalpur #গান্ধী_আশ্রম #জামালপুর
অতীত সবসময় ভবিষ্যতের ভিত্তিভূমি। ইতিহাসের পরিণতি হচ্ছে বর্তমান। তাই আমরা বারবার অতীত খুঁজে বেড়াই৷ অতীত লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় আর প্রদর্শিত হয় জাদুঘরে। সেখানে, পুরনো বস্তুগুলো প্রদর্শিত হয় যেগুলো প্রত্যেকটি ইতিহাসের সাক্ষ্য বহন করে, গল্প বলে সংস্কৃতির, ঐতিহ্যের৷ এমনই একটি জাদুঘর হলো জামালপুরের গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর।
গান্ধির স্বদেশী চেতনাকে ধারন করে ১৯৩৪ সালে জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়ায় মহকুমা কংগ্রেসের তৎকালীন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন সরকার গড়ে তুলেন এই গান্ধী আশ্রম। সে সময় নেতাকর্মীদের নিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের নানা কর্মপরিকল্পনা করা হতো এই আশ্রমটিতে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য আর পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি দেয়াই ছিল তার লক্ষ্য। এ লক্ষ্যে আশ্রমটিতে মানুষকে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করে চরকায় সুতা তৈরি, কাপড় বোনা ও হস্তশিল্পসহ নানা প্রশিক্ষণ দেয়া হতো।
১৯৪৭ সালে দেশভাগের পর এ আশ্রমের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পরে ২০০৭ সালে স্থানীয়দের উদ্যোগে আবারও একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পুনরায় চালু করা হয় এটির কার্যক্রম। গান্ধী আশ্রমের সেই সময়কার ঘরটিকে অক্ষত রেখে সেখানে সুতা তৈরির চরকা, গান্ধীর কিশোর থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা ছবি ও বাণী সংরক্ষণ করা হয়েছে। পাশেই গড়ে তোলা হয়েছে মুক্তিসংগ্রাম জাদুঘর। সেখানে ব্রিটিশ থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রামের নানা ছবি ছাড়াও মুক্তিযুদ্ধে জামালপুরের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া, গ্রামের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার ও সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই আশ্রমটিতে। তাই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ আশ্রম ও জাদুঘর দেখতে ছুটে আসে শিক্ষার্থীসহ নানা বয়সী দর্শনার্থীরা।
মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করতে সরকারের সহযোগিতা কামনা করেন আশ্রমের ট্রাস্টি বোর্ডের এই সদস্য ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান, জামালপুরের জেলা পরিষদ চেয়ারম্যান।
জাদুঘর একটি দেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে জামালপুরের গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরকে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: