মালয়েশিয়ার যেই কৌশল আমাদের অজানা! বর্তমানে কেন ধুকছে দেশটি? Malayasia|history| Codition| Shahedin
Автор: সরল কথক শাহিদিন-Shahedin
Загружено: 2024-02-25
Просмотров: 12406
Описание:
মালয়েশিয়ার যেই কৌশল আমাদের অজানা! বর্তমানে কেন ধুকছে দেশটি? Malayasia|history| Codition| Shahedin
প্রাচীন কাল থেকেই মালয় উপদ্বীপে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় এবং মালাক্কা প্রণালী দিয়ে বাণিজ্যের ঘটনা বহু পুরনো।
মধ্যযুগে মানে ১৪০০ সাল থেকে এখানে মালয় সালতানাত গড়ে উঠে। যেখানে মুসলিম শাসক রা এই মালয়কে একটা বাণিজ্যের কেন্দ্র বানিয়ে তোলেন। মশলা, সিরামিক তৈরির কাঁচামাল ইত্যাদির জন্য এইটা প্রসিদ্ধ হয়ে উঠে। মালয় সালতানাত ১৫১১ সাল পর্যন্ত ভালো ভাবেই চলে, এরপর পর্তুগীজরা এই অঞ্চলে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় । প্রথম দফায় ব্যর্থ হলেও ১৫২৮ সালের দিকে পর্তুগীজরা এখানে আধিপত্য প্রতিষ্ঠা করে। এরপর ১৬৪১ সালে এখানে ডাচ দের প্রভাব প্রতিষ্ঠিত হয় এবং ১৮৪১ সাল থেকে এই অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে।
ব্রিটিশরা খেয়াল করে দেখল, এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে একই সাথে আছে কৃষিজ সম্পদ। তাই তারা এখান থেকে বাণিজ্যিক ভাবে পাম ও রাবারের চাষ শুরু করে আর সাথে শুরু করে মাইনিং, মানে খনিজ সম্পদের খোঁজে খনন।
এসময় ব্রিটিশরা শিল্প ও খনি তে কাজ করার জন্য ভারত ও চীন থেকে অনেক শ্রমিক নিয়ে আসে এবং ধীরে ধীরে মালয় উপদ্বীপে চাইনিজ ও ভারতীয় মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তীতে অনেক চাইনিজ ও ভারতীয়রা দেশে ফিরে গেলেও এদের একটা বড় অংশ মালয়েশিয়াতেই থেকে যায়। ব্রিটিশদের অধীনে মালয় উপদ্বীপ বিশ্বের সেরা টিন ও রাবার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠে। এসব শিল্প কারখানায় কাজ করে বেশিরভাগ চাইনিজরা। আর ব্রিটিশ মালয়ের যে প্রশাসন সেখানে বেশিরভাগ ছিলো ভারতীয়রা।
এরপর নানান ঘটনার মধ্য দিয়ে ১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীন হয় এবং ১৯৬৩ সালে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত হয়। কিন্তু এসময়ও দেখা যায়, মালয়েশিয়ায় তিন টা গোষ্ঠী তিন টা জায়গায় কাজ করছে। ১। চাইনিজরা শিল্প-কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে, যেহেতু ব্রিটিশ পিরিয়ড থেকেই তারা শিল্পের সাথে ছিলো, তাই ব্রিটিশরা চলে গেলেও সেই শিল্পের নিয়ন্ত্রণ মালয়েশিয়ায় থাকা চাইনিজরা নেয়।
২। আবার বৃটিশ প্রশাসনে যেহেতু ভারতীয়দের অংশ গ্রহণ বেশি ছিলো, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও সেই অবস্থান থেকেই যায়।
৩। আর মূল মালয়ী অধিবাসীরা মূলত কৃষিকাজের সাথে জড়িত ছিলো।
মালয়েশিয়ার দ্রুত উন্নয়নের পেছনে একটা বড় কৌশল হচ্ছে, স্বাধীনতার সাথে সাথেই সকল সেক্টর মালয়ীরা দখল করে নেয় নি, বরং যারা যে অবস্থায় ছিলো, তারা সেখানেই স্বাধীনভাবে কাজ করতে থাকে। এতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই মালয়েশিয়ার শিল্প ও বাণিজ্য গুলো ব্যাম্বো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যায়......
Malayasian Economic policy and Development. The history of Malayasian development. Present Condition of Malaysia. Kualalampur, Malayasia.
#malaysia #kualalumpur #malaysian #malaysia_news #malaysia_bangla_news_today #history_of_malaysia
#work_in_malaysia
#shahedin #history #internationalnews #আন্তর্জাতিক_খবর #bangladesh #politicalnews #india #china #মালায়েশিয়া #মালয়েশিয়ার_ইতিহাস
#কুয়ালালামপুর
#মালয়েশিয়ার_অর্থনীতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: