Ganga puja
Автор: SH Tutorial and Info
Загружено: 2023-06-02
Просмотров: 100
Описание:
Ganga Puja @Katwa , Purba Bardhaman
গঙ্গা পুজো হলো একটি পুরাতন বাঙালি পৌরাণিক উৎসব, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে উদ্বোধিত হয়। এই উৎসবে গঙ্গা মাতার প্রতিমা বা প্রতীক একটি বৃক্ষের সাথে একত্রিত করে পূজা করা হয়। গঙ্গা পুজোর সময় প্রায় বৈশাখ মাসের দ্বাদশী তিথি হয়
গঙ্গা পুজোর মূল উৎস হলো বঙ্গীয় মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস, যেখানে গঙ্গা দেবীকে শুভরুপে গ্রহণ করার জন্য পুজা করা হয়।
হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। এই দশমী তিথিকে দশহরা বলে অভিহিত করা হয়। এই তিথিকে পূর্ণ তিথিও বলা হয়। মা গঙ্গা এই দিন সমস্ত পাপ হরণ করে মুক্তি প্রদান করে। এইদিন দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে আগমন করেছিলেন,ফলে পৃথিবী হয়ে উঠেছিল শস্য-শ্যামলা।
১০ রকম ফুল, ১০ রকম ফল ও ১০টা প্রদীপ দিয়ে এইদিন মা গঙ্গার পুজো করা হয়।হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে এইগঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করে মা গঙ্গার পুজো করলে সমস্ত পাপের মুক্তি ঘটে। ভগবান শিবকে এই দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করালে ভগবান শিব প্রসন্ন হয় এবং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। এই দিন কোন কোন জায়গায় দেবী মনসার পুজো করা হয়। বটুক ভৈরব এর আবির্ভাব তিথিও এই দিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: