কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত । ৭ মার্চের ভাষণ নতুন স্বপ্নে উজ্জীবিত । keraniganj Times
Автор: Keraniganj Times
Загружено: 2023-03-07
Просмотров: 21
Описание:
রাজধানীর কেরানীগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক মহাকাব্য ৭ মার্চের ভাষণ আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা আজ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিটি বাঙালির জীবনে এই ভাষণের গুরুত্ব অপরিসীম। আজকের এই দিনে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সমবেত সকলকে ধন্যবাদ, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, স্বাধীনতার জন্য এই বাংলায় খন্ডখন্ড অনেক বিপ্লব হয়েছে। ক্ষুদিরাম, ফকির মজনুশাহ, তিতুমীর, সূর্যসেন, শরীয়তউল্লাহসহ অনেকেই রক্ত দিয়েছেন। কিন্তু স্বাধীনতা আসেনি। হাজার বছর ধরে স্বাধীনতার জন্য বাঙ্গালির যে আকুতি সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু। যে ভাষণ শুনে সাড়ে সাত কোটি বাঙ্গালি এক সারিতে এসে দাঁড়িয়েছিল তা এই ৭ মার্চের ভাষণ। ৭ মার্চের ভাষণ নতুন স্বপ্নে উজ্জীবিত করেছিল। অথচ একসময় এ ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ইতিহাসকে কখনও চাপা দেওয়া যায় না। তাই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মতো আর কোন ভাষণ এত বেশিবার প্রচার হয়নি।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: