পেঙ্গুইনদের মধ্যে বাড়ছে ‘ডিভোর্স’
Автор: দুনিয়া আজব
Загружено: 2025-01-31
Просмотров: 1776
Описание:
দাম্পত্য টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন মানুষ। যত দিন যাচ্ছে বিবাহবিচ্ছেদ বাড়ছে গোটা পৃথিবীতে। পেঙ্গুইনদের মধ্যেও ‘ডিভোর্স’ বাড়ছে বলে এবার এমন একটি রিপোর্ট সামনে এল। এমনিতে সম্পর্কে নিয়ে পেঙ্গুইনরা বেশ রক্ষণশীল। আজীবন এক সঙ্গীর সঙ্গেই থাকতে অভ্যস্ত তারা। কিন্তু আজকাল সঙ্গীর সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না তাদের। তাই বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়ছে। (Penguin Divorce Rate)
Emperor Penguins Fight Over Mate
"Love And Divorce" in the World of Penguins
গত ১১ জানুয়ারি Ecology and Evolution জার্নালে এই মর্মে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের পেঙ্গুইনদের মধ্যে ‘ডিভোর্স’ বেড়েছে বলে তাতে দাবি করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, নিজের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আর সন্তুষ্ট বোধ করছে না পেঙ্গুইনরা। তাই বিকল্প সঙ্গীর খোঁজার দিকে ঝুঁকতে শুরু করেছে। (Science News)
গত ১০ বছর ধরে নজরদারি চালিয়ে, বিশেষ করে সঙ্গমের ঋতুতে পেঙ্গুইনদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করেছেন গবেষকরা। জানিয়েছেন, ওই সময় সঙ্গমের ঋতুতে দীর্ঘদিনের সঙ্গীর পরিবর্তে অন্য সঙ্গী খুঁজছে পেঙ্গুইনরা। কখনও কখনও আবার সঙ্গী অদলবদলও করছে তারা। এর ফলে পেঙ্গুইন ছানার জন্মহারেও প্রভাব পড়তে শুরু করেছে।
#Penguins #পেঙ্গুইন #PhillipIsland #Animals
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: