ধানের ঝলসা রোগের নিয়ন্ত্রণ | Disease Management of Blast for Paddy Crop
Автор: RFInformationServices
Загружено: 2023-09-07
Просмотров: 410
Описание:
@RFInformationServices
ধানের ঝলসা রোগের নিয়ন্ত্রণ | Disease Management of Blast for Paddy Crop
ধানের ঝলসা রোগ এটি কিন্তু বাতাস বাহিত হয় এবং কিছুটা বীজ বাহিত হয়। সাধারণত মাটিতে অত্যাধিক নাইট্রোজেন ব্যবহার ফলে এই রোগটা বেশি প্রাদুর্ভাব হয় সেইজন্য নাইট্রোজেন ব্যবহার সীমিত রাখতে হবে ঘন করে চারা রোয়া করা যাবে না এইরকম যদি ঝলসার লক্ষণ কি করে চিনবেন মাকুড়ের মতো দেখতে মাঝখানে ছাই বর্ণ চারদিকে বাদামি বর্ণ পরবর্তীকালে একটি দাগ আর একটি দাগের সঙ্গে মিশে গিয়ে পাতাটা যেন ঝলসে গেছে এর জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশক হিসেবে প্রোপিকোনাজোল ২৫ শতাংশ বাজারে টিল্ট নামে পাওয়া যায় এক মিলিলিটার এক লিটার জলে গুলো স্প্রে করতে পারেন বা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজল মিশ্রণ বাজারে নেটিভো নামে পাওয়া যায় হাফ গ্রাম ১ লিটার জলে গুলো স্প্রে করতে অথবা ট্রাইসাইক্লাজোল ৭৬ শতাংশ বাজারে বিম নামে পাওয়া পাওয়া যায় এক গ্রাম এক লিটার জলে বলে স্প্রে করতে পারেন সাত দিন অন্তর দুবার। মোটামুটি ঝলসা পাতায় যেমন হয় গিটে হয় এবং শিষে হয় এবং শিষ যখন বেরোয় তখন শীষের গোড়া বাদামী রঙের দাগ দেখা যায়। মোটামুটি ধানের ঝলসা নিয়ন্ত্রণের জন্য এগুলোই পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে ধন্যবাদ
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: