শ্রীকৃষ্ণের প্রিয় একটি মন্ত্র চর্তুঃ শ্লোকী স্তোব।
Автор: Spirituality of Sanatan
Загружено: 2020-08-29
Просмотров: 3297
Описание:
নমস্কার বন্ধুরা, আজকে আমরা পাঠ করবো চর্তুঃ শ্লোকী এই স্তোবটি পাঠ করলে ভক্তের মনে সকল কালিমা দুর্রভূত হয়। ভক্তের মনে জাগ্রত হয় সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভাব। এবং ভক্ত তার আরাধ্যের সংনিকটেই থাকে।
তো আসুন ভক্তবৃন্দ আজকের পাঠটি শুরু করি।
সদা সর্বাত্মভাবেন ভজনীয়ো ব্রজেশ্বরঃ।
করিষ্যতি স এবাস্মদৈহিকং পারলৌকিকম্।।
---সকলের আত্মরুপে ব্যপ্ত, ভগবান ব্রজরাজ শ্রীকৃষ্ণেরই সর্বদা ভজনা করা উচিত, তিনিই আমাদের লৌকিক এ পারলৌকিক লাভ সিদ্ধ করবেন।
অন্যাশ্রয়ো ন কর্তব্যঃ সর্বথা বাধকস্তু সঃ
স্বকীয়ে স্বাত্মভাবশ্চ কর্তব্যঃ সর্বথা সদা।
---অন্যের আশ্রয় নেওয়া উচিত নয়, কারন তা সর্বদা প্রতিবন্ধক হয়ে থাকে, সর্বদা স্বাবলম্বী হয়ে সর্বপ্রকারে আত্মভাব পালন করা উচিত।
সদা সর্বাত্মনা কৃষ্ণঃ সেব্যঃ কালাদি দোষনুৎ।
তদ্ভক্তেষু চ নির্দোষভাবেন স্থেয়মাদরাৎ
---কাল দোষাদি দূরকারী ভগবান কৃষ্ণের সদা-সর্বদা সেবা করা উচিত এবং দোষ-দৃষ্টি পরিত্যাগ করে, শ্রদ্ধা সহকারে তাঁর ভক্তদের সঙ্গ করা উচিত।
ভগবত্যেব সততং স্থাপনীয়ং মনঃ স্বয়ম্
কালোহয়ং কঠিনোহপি শ্রীকৃষ্ণান্ন বাধতে।
---ভগবান শ্রীকৃষ্ণেই সর্বদা নিজের মনকে ব্যাপৃত করে রাখা উচিত, তাহলে কঠিন সময়েও তাঁর ভক্তদের কোনও বাধা বিঘ্ন বিচলিত করতে পারে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: