ব্যাটারি চালিত সাইকেল নিরাপত্তায় নতুন প্রযুক্তি
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-11-26
Просмотров: 33
Описание:
চোর ধরবে জিপিএস ট্র্যাকার
শিল্পশহরে চুরি রুখতে অভিনব উদ্যোগ
বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর:
নিত্যনতুন প্রযুক্তির সাইকেলের জোয়ারে ভাসছে শিল্পশহর। কোথাও আধুনিক গিয়ার, কোথাও ব্যাটারিচালিত সাইকেল। দামও সেই অনুপাতে বাড়ছে আকাশছোঁয়া। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। দামি সাইকেলের সঙ্গে মিলছে না ততটা নিরাপত্তা। ফলে চোরেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে এই সাইকেলগুলি। চুরি হয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় না।
এই উদ্বেগ থেকেই দুর্গাপুর বাজারে আসতে চলেছে এক অভিনব নিরাপত্তা ডিভাইস।
বুধবার এমনি নিরাপত্তা প্রযুক্তির কথা জানালেন মেন গেটের টোটো বিক্রেতা গগনদিপ সিং। তাঁর দাবি, ডিভাইসটি লাগালে সাইকেল চুরি অনেকটাই আটকানো সম্ভব হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এমন প্রায় দু’শোটি প্রোডাক্ট ব্যবহার হচ্ছে। মাত্র দু’ঘণ্টা চার্জে ডিভাইসটি টানা পনেরো দিন পর্যন্ত চলবে।
ডিভাইসটিতে রয়েছে রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। ফলে অভিভাবকেরা তাদের সন্তানের সাইকেলের অবস্থান চোখের সামনে দেখতে পারবেন। মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত হলেই জানা যাবে সাইকেল কোথায় আছে এবং কোন পথে যাচ্ছে। এমনকি নির্দিষ্ট পথের বাইরে সাইকেল গেলে সোজা মোবাইলেই বাজবে সতর্কতা এলার্ম।
ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে সাত হাজার টাকা। ইন্সটলেশনের সময় প্রয়োজন হবে আধার কার্ড ও যে কোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর।
শহরে সাইকেল চুরির বাড়বাড়ন্তে নতুন এই প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন বহু অভিভাবক ও সাইকেল-ব্যবহারকারী।
দামি সাইকেলের বাড়তি ফিচার থাকলেও নিরাপত্তার ঘাটতি বহুদিন ধরেই প্রকট ছিল। নতুন এই স্মার্ট ডিভাইস সেই ফাঁক পূরণে বড় ভূমিকা নিতে পারে। প্রযুক্তির সাহায্যে সাইকেল চুরি রোধ ও শিশুদের নিরাপত্তা , দু’টিকেই এক সঙ্গে নিশ্চিত করতে পারবে বলেই আশাবাদী শহরের মানুষ। শিল্পশহরে এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে সাইকেল নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি নতুন দিশা খুলে দিতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: