তুলসী গাছ লাগানোর নিয়ম | তুলসী বীজ সংগ্রহ | তুলসী বীজ বপন | তুলসী পাতা চাষ A to Z | Tulshi chas
Автор: ছাদ কৃষি
Загружено: 2022-03-07
Просмотров: 10635
Описание:
তুলসী গাছ লাগানোর নিয়ম | তুলসী বীজ সংগ্রহ | তুলসী বীজ বপন | তুলসী পাতা চাষ A to Z | Tulshi chas
এই একটা ভিডিওতে তুলসী পাতার বীজ সংগ্রহ করা থেকে শুরু করে তুলসীর বীজ বপন পদ্ধতি টবে চাষ এবং তুলসী গাছ বড় হওয়া পর্যন্ত পুরো বিস্তারিত তথ্য দেখানো হয়েছে। তাই এই কনটেন্টে দেখার মাধ্যমে জেনে নিন তুলসী পাতা চাষ পদ্ধতি তুলসী গাছ লাগানোর নিয়ম তুলসী গাছ লাগাতে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় তুলসী গাছ লাগাতে সার প্রয়োগ টবে তুলসী চাষ পদ্ধতি ইত্যাদি।
আপনি যদি বীজ থেকে তুলসী চাষ করতে চান তবে প্রথমেই আপনার প্রয়োজন হবে কিছু তুলসী পাতার বীজ। তুলসী পাতার পুরনো শুকনো বীজ গুলো থেকে কালো রংয়ের তুলসী পাতা এর বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ হয়ে গেলে তুলসী পাতার জন্য মাটি প্রস্তুতি করতে হবে। মাটির প্রস্তুতির সময় 70 ভাগ সাধারণ মাটি এবং 30 ভাগ কম্পোস্ট সার মিশিয়ে টপ বোঝায় করতে হবে। তুলসী পাতা এমন একটা গাছ যেটা লাগানোর জন্য যেকোনো সাইজের টপ ব্যবহার করা যায়। তবে আপনি তুলসী গাছ লাগানোর জন্য মাঝারি সাইজের বা অন্তত 6 ইঞ্চি সাইজের টপ ব্যবহার করবেন। তুলসী গাছ লাগানোর নিয়ম এ পরবর্তী ধাপ টি হল টবে মাটি বোঝাই করে বীজ বসানো। তুলসী গাছ লাগানো এর জন্য বীজ বসানোর সময় মাটির উপরে হাল্কা ভাবে বীজগুলো ছিটিয়ে দিতে হবে। বীজ থেকে তুলসী চাষের এই পর্যায়ে প্রতিদিন দেশগুলোর উপর পানি দিতে হবে। আশা করা যায় তুলসীর বীজ বোনার পরবর্তী দশ বারো দিনের মধ্যে বীজ থেকে চারা বের হবে। এরপর ছোট চারা গুলো যখন দুইটি করে পাতা বের করবে তখন একে পুরোপুরি সূর্যের আলোতে রাখতে হবে। তুলসী গাছে প্রচুর পানির প্রয়োজন হয় তাই তুলসী গাছ লাগানোর সময় প্রচুর পরিমাণে পানি দেবেন। পরবর্তী 20 30 দিনের মধ্যেই গাছগুলো পাতা সংগ্রহের পরিস্থিতিতে চলে আসবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: