ফার্মেসি বিজনেসের কমপ্লিট রোডম্যাপ জানুন
Автор: The Pharma 360
Загружено: 2025-09-23
Просмотров: 51
Описание:
আপনার ফার্মেসি ব্যবসাকে নেক্সট লেভেলে নিতে এখন প্রয়োজন সঠিক গাইডলাইন ও প্র্যাকটিক্যাল জ্ঞান। সেই চিন্তা থেকেই The Pharma 360 এর নিজস্ব গবেষণালব্ধ বই ‘ফার্মেসি জ্ঞানকোষ’ ৮ খণ্ডের কমপ্লিট প্যাক। এতে রয়েছে ৮টি আলাদা খণ্ড—প্রাথমিক চিকিৎসা, প্রোডাক্ট নলেজ, গুড রিটেইল ফার্মেসি প্র্যাকটিস, ফার্মেসি আইন, শিশু স্বাস্থ্য, ফার্মেসি বিজনেস ডেভেলপমেন্ট, পেশেন্ট কাউন্সেলিং ও প্রেসক্রিপশন হ্যান্ডলিং, এবং ওষুধ বিজ্ঞান—সবগুলো আলাদা খণ্ডে সাজানো। প্রতিটি বই অফসেট পেপারে রঙিন প্রিন্টে, সাবলীল বাংলা ভাষায় লিখিত বলে সহজে পড়া ও বোঝা যায়।
এই প্যাকটি হাতে থাকলে আপনি শিখবেন—রোগীকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, কীভাবে প্রেসক্রিপশন বোঝা ও সঠিকভাবে ওষুধ দেওয়া যায়, কীভাবে কাস্টমারকে পেশেন্ট কাউন্সেলিং করা যায়, কীভাবে আইনগত সুরক্ষা নিশ্চিত করা যায়, কীভাবে ব্যবসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় এবং কীভাবে শিশুর স্বাস্থ্য সমস্যার প্রাথমিক সমাধান দেওয়া। ফলে আপনি হবেন একজন কোয়ালিটি ফার্মেসি টেকনিশিয়ান, ব্যবসায় আসবে বহুগুণ অগ্রগতি এবং রোগীরা খুশি হয়ে বারবার আপনার ফার্মেসিতে ফিরে আসবে।
📞 অর্ডার করতে কল করুনঃ 09613-758545
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: