সুনান ইবনু মাজাহ (তাওহীদ পাবলিকেশন) ১০ নম্বর হাদিস | অধ্যায়: ভূমিকা পর্ব
Автор: আল-কোরআন ও হাদিস
Загружено: 2025-07-05
Просмотров: 197
Описание:
সুনান ইবনু মাজাহ (তাওহীদ পাবলিকেশন) ১০ নম্বর হাদিস | অধ্যায়: ভূমিকা পর্ব
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণ।
সাওবান (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ক্বিয়ামাত (কিয়ামত) পর্যন্ত আমার উম্মাতের একটি দল সত্যের উপর স্থির থাকবে এবং সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। মহামহিম আল্লাহ্র নির্দেশ (কিয়ামত) আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
হাদিসের মানঃ সহিহ।
তাখরীজ কুতুবুত সিত্তাহ: মুসলিম ১৯২০, ২৮৮৯, তিরমিযী ২১৭৬, ২২২৯; আবূ দাঊদ ৪২৫২, আহমাদ ২১৮৮৮, ২১৮৯৭, ২১৯৪৬; দারিমী ২০৯। তাহক্বীক্ব আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন বাশীর সম্পর্কে আহমদ বিন হাম্বল বলেন তিনি দুর্বল, ইবনু আলী তার সম্পর্কে বলেন, আমি তার হাদিস বর্ণনায় কোন সমস্যা দেখি না তবে তিনি কখনো কখনো হাদিস বর্ণনায় সন্দেহ করেন। বাযযার বলেন, তিনি সালিহ তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই।শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিসের ব্যাপারে সত্যবাদী। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
#সুনানইবনুমাজাহ #রাসূলের_সুন্নাহ #সহীহ_হাদিস #ইসলামিকভিডিও #হাদিসবাংলা #সত্যের_উপর #কিয়ামতের_পূর্বলক্ষণ #ইসলামীশিক্ষা #উম্মাতের_জাগরণ #তাওহীদ_পাবলিকেশন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: