সরাসরি সৌদি থেকে পৌঁছে যাবে আপনার বাসায়।
Автор: Arabian Store
Загружено: 2025-10-23
Просмотров: 58162
Описание:
সৌদি আরবের প্রখর রোদে, মরুপ্রান্তরে গজিয়ে ওঠা সোনালি খেজুর —
যেখান থেকে আসে প্রকৃতির নিখাদ উপহার।
আর সেই উপহারটিই আমরা, Arabian Store,
ভালোবাসা ও বিশ্বাসের সাথে পৌঁছে দিই বাংলাদেশের মানুষের হাতে।
আমরা বেছে আনি শুধুই ফ্রেশ, প্রিমিয়াম মানের সুক্কারি মুফাত্তাল খেজুর —
যেগুলো সরাসরি সৌদি আরব থেকে ইম্পোর্ট করা হয়,
তারপর সংরক্ষিত থাকে আমাদের নিজস্ব কোল্ড স্টোরে,
যাতে প্রতিটি খেজুর থাকে ঠিক যেমনটা ছিল গাছে পাকা অবস্থায় — সতেজ ও পুষ্টিকর।
প্রতিদিনের অর্ডার অনুযায়ী সেই খেজুরগুলো ভালোবাসা আর যত্নে প্যাকেজিং করে
আমরা পৌঁছে দিই আপনার দোড়গোড়ায়।
আপনার মা, বাবা, সন্তান কিংবা প্রিয় মানুষদের সুস্থতার জন্য
নির্ভর করতে পারেন নিশ্চিন্তে Arabian Store-এর ওপর।
Arabian Store —আরব পণ্যের বিশ্বস্ত নাম,
সুস্থ জীবনের সাথী, আপনার পরিবারের পাশে।
অর্ডার করতে ভিজিট করুন :
https://arabianstorebd.com/products/s...
ফোন করুন :
☎ 09666 767673
এরাবিয়ান স্টোর
৫/১ পশ্চিম চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা।
(আবুল হোটেল থেকে রামপুরার দিকে যেতে উত্তরা ব্যাংকের অপজিটে আল আরাফাহ ব্যাংকের গলি)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: