নাহু-ছরফ ছাড়া কিভাবে আরবী শিখব। এসো আরবী শিখি। মাদানী নেসাব।
Автор: Suffa arabic academy
Загружено: 2025-09-24
Просмотров: 204
Описание:
আরবী ভাষা শেখার জন্য আমরা বিভিন্ন রকম কসরত ও কৌশল অবলম্বন করি।নাহ-ছরফ নির্ভরশীল হয়ে আরবী শিখতে দীর্ঘ সময় কাটিয়ে দেই। যেকারণে নাহু-ছরফের কায়দা-কানূন খুব ভালোভাবে আয়ত্ব করতে পারলেও আরবী বলতে ও লিখতে পারিনা। যা একজন শিক্ষার্থীর জন্য কখনো কাম্য নয়। গ্রামার ছাড়া শুধু কথোপকথনের মাধ্যমে কুরআন-হাদীসের ভাষা শেখার বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও যুগোপযোগী বই হলো; হযরত মাওলানা আবু তাহের মেছবাহ দা:বা: কতৃক লিখিত “এসো আরবী শিখি” ও “এসো তামরীন শিখি”।
এ দু'টো বই যদি আপনি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী ঘরে বসে ও আপনার কর্ম ব্যস্ততায় বিরতির সময়গুলোতে নিজে নিজেই অধ্যায়ন করেন। আপনি যেকোন বয়সের হোন না কেন? ১০০% গ্যারান্টি দিচ্ছি আপনি আরবি ভাষা শিখতে পারবেন। ইনশাআল্লাহ !
শেখার কোন বয়স নেই, জানতে হলে শিখতে হবে। তাই আজই বইয়ের দোকান থেকে “এসো আরবী শিখি” ও “এসো তামরীন শিখি” বই দুটি কিনে নিয়ে আসুন এবং কুরআন ও হাদিসের ভাষা শেখার যাত্রা শুরু করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: