যাদের উপর আল্লাহর লানত।
Автор: Quran Shikkha
Загружено: 2023-04-30
Просмотров: 209
Описание:
আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দর্শক,
মহান আল্লাহ পাক বলেন, আমি কুরআন সহজ করেছি, (তিলাওয়াত, অনুধাবন) উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কী? (সূরা আল ক্বমার; আয়াত ১৭)
আল্লাহ পাক যাদের উপর রাগান্বিত হন এবং লানত প্রদান করেন তাদের সম্পর্কে সূরা বাকারা’র ১৬১ নং আয়াতে বর্ণিত হয়েছে-
নিশ্চয় যারা অবিশ্বাস করে (কাফের) এবং অবিশ্বাসী (কাফের) থাকা অবস্থায় মারা যায়, তাদের উপর আল্লাহ, ফিরিশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত।
এ থেকে প্রতীয়মান হয় যে, যার ব্যাপারে নিশ্চিত জানা যাবে যে, সে কুফরী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার উপর অভিসম্পাত করা জায়েয। এ ছাড়া কোন পাপী মুসলিমের উপর অভিসম্পাত করা জায়েয নয়, তাতে সে যতই বড় পাপী হোক না কেন। কারণ, হতে পারে যে, মৃত্যুর পূর্বে সে নিষ্ঠার সাথে তাওবা করে নিয়েছে অথবা মহান আল্লাহ তার অন্যান্য নেক আমলসমূহের কারণে তার পাপগুলো ক্ষমা করে দিয়েছেন, যা আমরা জানতে পারি না। অবশ্য কোন কোন পাপ কাজের দরুন লানত বা অভিশাপ করার কথা (শরীয়তে) এসেছে, এ পাপে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে বলা যেতে পারে যে, অভিসম্পাত বয়ে আনে এমন কাজ তারা করছে। এ রকম কাজ থেকে যদি তারা তওবা না করে, তাহলে আল্লাহর নিকট অভিশপ্ত গণ্য হতে পারে।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (বুখারী হাদিস নং ৪৬৫৭)
কুরআন শিক্ষা চ্যানেলে আমরা পবিত্র কুরআন তিলাওয়াত শেখার নিয়ম সম্বলিত ভিডিও আপলোড করি।
প্রকৃতপক্ষে মানুষের শেখার কোনো শেষ নেই। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারে।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং দেখে আপনি আত্মবিশ্বাসের সাথে, দ্বিধাহীনভাবে, সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা শিখতে পারবেন।
আমাদের চ্যানেলে আপনি কুরআন তিলাওয়াতের উন্নতিতে সাহায্য পেতে পারেন। এর পাশাপাশি, ইসলামী জ্ঞান, ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। সুতরাং, কুরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্পর্কে আরও মূল্যবান তথ্য জানুন।
আপনার মূল্যবান পরামর্শ আমাদের অগ্রযাত্রার পাথেয় হবে।
জাজাকুমুল্লাহ খায়ের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: