সিলেটি মনোমুগ্ধকর ধামাইল গান। স্নেহা দাস তুলির কন্ঠে সবচেয়ে সেরা ধামাইল গান। Dhamail gan। ধামাইল গান
Автор: Tapan Sharker
Загружено: 2025-11-07
Просмотров: 378
Описание:
সিলেটি মনোমুগ্ধকর ধামাইল গান। স্নেহা দাস তুলির কন্ঠে সবচেয়ে সেরা ধামাইল গান। Dhamail gan। ধামাইল গান
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার স্নেহা দাস তুলি ও তার দল সত্যিকারের বিষ্ময় জাগানিয়া,অপূর্ব ও হৃদয়স্পর্শী এই ধামাইল গানটি পরিবেশন করেন।
এই উদ্যোগের ফলে আবহমান গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য এই ধামাইল গান ধামাইল প্রেমিদের উৎসাহিত করে আর লুপ্তপ্রায় এই লোকজ ঐতিহ্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের জনগনকে আরো একবার তাদের লোকজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার একটি সুযোগ সৃষ্টি করছে।আরও বলতে গেলে আগে ধামাইল গানে শুধু হাত তালি, ঢোল ও কাসা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হত, এখন অন্যান্য যন্ত্রও ব্যবহৃত হচ্ছে। পাল্টে দেওয়া হচ্ছে গানের সুর ও কথা, এই সব কারণে ধামাইল গান তার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে এবং দিন দিন হারিয়ে যেতে বসেছে সিলেট বিভাগের গ্রামীণ বা হাওরাঞ্চলের এই লোক সংস্কৃতিটি। স্নেহা দাস তুলি ও তার দল ধামাইল গানের স্বকীয়তা ধরে রাখার চেষ্টা করছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: