জানাজা সালাত আদায় করার পদ্ধতি || 👈জেনে নিন। ||
Автор: Islamic Kontho TV (IKTV)
Загружено: 2025-07-04
Просмотров: 250
                Описание:
                    আমরা প্রায় সই জানাযার সালাত আদায় করে থাকি। কিন্তু জানাযার সালাত আদায় করার সময় আমরা ভুলে যাই কিভাবে সালাত আদায় করতে হবে কিংবা তাৎক্ষণিক মনে পড়ে না। 
আমাদের উচিত অবশ্যই ভালোভাবে জেনে জানা যায় সালাত আদায় করা। 
#islamickonthotv #জানাযা
এই ছোট্ট ভিডিওতে যা আপনাদের সাথে বর্ণনা করেছি। তাবস্তারিত ভাবে জানাচ্ছি এখানে। 
🕋জানাযার সলাতের সুন্নতি পদ্ধতি
#প্রথম তাকবীরের পরে সুরা ফাতিহা পাঠ করা #দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ ইব্রাহিম √
#তৃতীয় তাকবীরের পরে মাইয়াত এর জন্য দোআ √
#চতুর্থ তাকবীরের পরে সালাম √
আর এটাই হলো সহীহ নিয়ম:-
রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাতে সূরা আল ফাতিহা পাঠ করতেন।
তিরমিজিঃ ১০২৬, ১০২৭, 
আবু দাউদঃ ৩১৯৮,
ইবনে মাযাহঃ ১৪৯৫, 
বুখারীঃ ১৩৩৫, 
নাসায়িঃ ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯,
ইবনে হিব্বানঃ ৩০৭১, 
মিশকাতঃ ১৬৫৪, ১৬৭৩।
নবী ﷺ এক জানাযার সলাত পড়ার সময় 
এই দুআ পড়লেন,
 اللَّهُمَّ اغفِر لِحَيِّناَ ومَيِّتِنَا وَشاَ هِدِناَ وَغَآ إِبِناَ وَذَ كَرِ ناَ وَاُنثاَناَ وَصَغِيرِناَ وَكَبِيِرِناَ 
‘আল্লা-হুম্মাগফির লিহাইয়িনা অমাইয়িতিনা অস্বাগীরিনা অকাবীরিনা অযাকারিনা অউনসা-না অ শা-হিদিনা অগা-য়িবিনা, 
আল্লা-হুম্মা মান আহয়্যাইতাহু মিন্না ফাআহয়িহি ‘আলাল ইসলাম, অমান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু ‘আলাল ঈমান, আল্লা-হুম্মা লা তাহরিমনা আজরাহ, অলা তাফতিন্না বা‘দাহ।’
অর্থ- হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ ও নারী, উপস্থিত ও অনুপস্থিতকে ক্ষমা ক’রে দাও। 
হে আল্লাহ! আমাদের মধ্যে যাকে তুমি জীবিত রাখবে তাকে ইসলামের উপর জীবিত রাখ এবং যাকে মরণ দিবে তাকে ঈমানের উপর মরণ দাও। 
হে আল্লাহ! ওর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করো না এবং ওর পরে আমাদেরকে ফিতনায় ফেলো না। 
রিয়াদুস সলেহিনঃ ৯৪১, ৯৪২, ৯৪৩
আবূ দাঊদঃ ৩২০১, 
তিরমিযী ১০২৪, 
নাসায়ীঃ ১৯৮৬, 
হাদিস সম্ভারঃ ১৩২৬
ইবনে মাজাহঃ ১৪৯৮ 
মিশকাতঃ ১৬৭৫
আহমাদ ১৭০৯২, ২২৯৮৪
হাদিসের মান: সহিহ হাদিস।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের লক্ষ্য রাখুন। সাবস্ক্রাইব নয়, শুধুমাত্র ভিডিও গুলো দেখার মাধ্যমে আমাদের পাশে থাকুন। 
জাযাকাল্লাহু খাইরান (আল্লাহ রাব্বুল আলামীন যেন আপনাকে উত্তম প্রতিদান দান করে প্রত্যেকটি ভালো কাজের জন্য)                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: