যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা।
Автор: Mithu jir srimadBhagavad grontho path🙏🦚
Загружено: 2025-03-23
Просмотров: 7
Описание:
বহিরাঙ্গে শ্রীমতি রাধারানীর ভাব ও কান্তি নিয়ে এবং অন্তকৃষ্ণময় হয়ে রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছিলেন। 1486 সালের ফেব্রুয়ারি মাসেফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে নবদ্বীপ ধামে শ্রীমতি শচী দেবীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। হরিনাম মহামন্ত্র প্রচার করে এই কলির জীব কে সর্ব পাপ থেকে উদ্ধারের পথের নির্দেশ দিয়েছিলেন। কলিযুগের সহজ যজ্ঞ হলো নাম সংকীর্তন যজ্ঞ। হরিনাম ছাড়া কলির জীবের আর অন্য কোন গতি নেই। তাই সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে মতি রেখে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরেরাম হরেরাম। রামরাম হরে হরে। এই 16 নাম 32 অক্ষর উচ্চারণ কলির জীবের একমাত্র ধর্ম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: