মিজানের পাল্লা ভারী করার দোয়া শিখুন
Автор: Md Saddam Hossain
Загружено: 2025-10-26
Просмотров: 1734
Описание:
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম" পাঠ করার অনেক ফজিলত রয়েছে, যেমন - এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, গুনাহ মাফ হয় এবং জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। এটি সকাল ও সন্ধ্যায় ১০০ বার পাঠ করলে সৃষ্টিকুলের মানুষ থেকে বেশি মর্যাদা পাওয়া যায়।
ফজিলত
গুনাহ মাফ হয়: এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন।
জান্নাতে খেজুর গাছ: যে ব্যক্তি এই তাসবিহ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।
সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা: সকালে ও সন্ধ্যায় ১০০ বার এই তাসবিহ পাঠ করলে সৃষ্টিকুলের সকল মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে।
আল্লাহর কাছে প্রিয়: এই তাসবিহ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
জ্ঞান বৃদ্ধি ও পাপ মোচন: এটি পাঠ করলে আল্লাহর জ্ঞান বৃদ্ধি পায় এবং পাপ মোচন হয়।
কখন পাঠ করবেন
সকাল ও সন্ধ্যায়: এই তাসবিহ সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে পড়া উত্তম।
ফজরের নামাজের পর: ফজরের দুই রাকাত সুন্নত ও ফরজ নামাজের মাঝেও এই তাসবিহ পড়া যেতে পারে।
সুবহে সাদিকের সময়: সুবহে সাদিক উদিত হওয়ার পর ১০০ বার এই তাসবিহ পড়া যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: