সালমান শাহর মৃত্যু রহস্য । ২৯ বছর পর নিলো নতুন মোড় । Talk To Me
Автор: Talk To Me
Загружено: 2025-10-26
Просмотров: 3425
Описание:
প্রায় ২৯ বছর কেটে গেছে, কিন্তু বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহর মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। পরিবারের দাবি—এটি আত্মহত্যা নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই বলে আসছেন, তাঁর ছেলে হত্যার শিকার হয়েছেন এবং এর পেছনে ছিলেন সালমানের স্ত্রী সামিরা হক ও তার পরিবার।
ঘটনার পর থেকে অসংখ্য প্রশ্ন রয়ে গেছে—কেন সামিরা ও ঘনিষ্ঠ অভিনেতা ডন জানাজায় উপস্থিত ছিলেন না? কেন সালমানের মৃত্যুর আগের রাতেই বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটেছিল?
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ১৯৯৭ সালে এক ব্যক্তি রেজভী আহমেদ ফরহাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন যে, “আমরা সালমান শাহকে হত্যা করেছি, আত্মহত্যা নয়। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত।”
রেজভীর জবানবন্দিতে উঠে আসে, সালমানকে হত্যা করতে ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল, যা নাকি করেছিলেন সামিরার মা লতিফা হক লুসি। পরিকল্পনা অনুযায়ী গুলিস্তানের এক বারে বসে খুনের নীলনকশা তৈরি হয়—যেখানে উপস্থিত ছিলেন ডন, ফারুক, ডেভিড, জাভেদসহ আরও কয়েকজন।
তবে প্রশ্ন রয়ে গেছে — এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পরও কেন সালমান শাহর মৃত্যুকে আজও আনুষ্ঠানিকভাবে ‘হত্যা মামলা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি?
আর সবচেয়ে বড় প্রশ্ন — বাংলার রাজপুত্র সালমান শাহর মৃত্যুর আসল সত্য কি কোনোদিন সামনে আসবে?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: