জি-৯ কালা উচ্চ ফলনশীল জাতের টিস্যু কালচার জি-৯ কলা চারা পাচ্ছেন আমাদের কাছে। অডার করতে ☎️01304881746
Автор: Ananya Agro ( অনন্য এগ্রো )
Загружено: 2025-09-03
Просмотров: 2587
Описание:
জি- ৯ কলার বৈশিষ্ট্য- এ জাতের কলার ফলন বেশি, সুস্বাদু ও রোগ প্রতিরোধী। একটি গাছ থেকে সর্বোচ্চ ৩০ কেজি বা ২২০ থেকে ৩০০টি কলা পাওয়া যায়, সেখানে প্রচলিত জাতের কলা পাওয়া যায় সর্বোচ্চ ৬০ থেকে ১২০টি। জি- ৯ দুই বছরে তিনবার ফল পাওয়া যায়। গাছ মাঝারি আকারের (২ মিটার লম্বা) ও শক্ত হওয়ায় ঝড়-বাতাসে সহজে ভেঙে পড়েনা।
এমনকি এ জাতের কলা জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহনশীল। গাছ থেকে কলা পাড়ার পর তুলনামূলকভাবে একলা বেশি দিন টিকে থাকে বা নষ্ট হয় না। কাঁদির প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কলার আকার এক রকম হয়। পাকা কলার রং আকর্ষণীয় হলুদ, লম্বা ও কম বাঁকানো, কলার গায়ে কোনো দাগ পড়ে না। এসব কারণে বিশ্বব্যাপী ‘জি- ৯’ জাতের কলার ব্যাপক চাহিদা রয়েছে।
ল্যাবরেটরিতে টিসু কালচার চারা উৎপাদন : সারাবিশ্বে জি-৯ জাতের কলা সবচেয়ে বেশি চাষ করা হয়। চাষকরা এজাতের কলার বিপুল পরিমাণ চারা টিসু কালচার পদ্ধতিতে উৎপাদন করা হয়। টিসু কালচার বা কোষকলা আবাদ উদ্ভিদ বংশ বিস্তারের একটি পদ্ধতি, যেখানে বীজের পরিবর্তে কোনও উদ্ভিদের এক বা একাধিক কোষগুচ্ছ থেকে জীবাণুমুক্ত পরিবেশে আবাদ মাধ্যমে চারা উৎপাদন করা হয়। কলাগাছের কন্দ বা করম, সাকার বা তেউড়, অসি তেউড় বা সোর্ড সাকার সাধারণত রোপণ দ্রব্য হিসেবে লাগানো হয়। এর বদলে গাছের কোষ বা টিসু ব্যবহার করা হয় চারা উৎপাদনের জন্য। সুস্থ, নীরোগ ও উন্নতমানের পরীক্ষিত মাতৃকলাগাছের কোষ বা মেরিস্টেম নিয়ে অত্যাধুনিক ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রিত পরিবেশে টেস্ট টিউবের মধ্যে কলার টিসু কালচার চারা উৎপাদন করা হয়। এভাবে হাজার হাজার চারা ল্যাবরেটরিতে ঘরের মধ্যে উৎপাদন করা যায়। টেস্ট টিউবে উৎপাদিত ছোট চারাকে পরে পলিব্যাগে লালনপালন করে বড় করা হয়।
★আমাদের কাছে তিন সাইজের চারা রয়েছে, ছোট, মাঝারি এবং বড়।
তাই আপনার পছন্দ মত চারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এসএমএস করুন।
আমরা দেশের যেকোনো প্রান্তে কুরিয়ারে মাধ্যমে চারা গুলো পৌঁছে দিয়ে থাকি।
★দাম এবং বিস্তারিত জানতে ☎️01304881746 [ WhatsApp ]
#জি_নাইন_কলা #কলা #কলাবাগান #ফলবাগান #কলাবাগান #আমবাগান #লিচু_চারা #কাটিমন #কাঠাল #অনন্য_এগ্রো #Ananya_Agro #ফলবাগান #fruit #farming #agriculture
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: