CHITTAGONG FLOWER FEST 2025 | চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫
Автор: Adventure by Akramul
Загружено: 2025-01-17
Просмотров: 27
Описание:
চট্টগ্রাম শহরের ডিসি পার্কে আবারও শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ১৩৬ প্রজাতির ফুল ও বর্নিল সাজে সাজানো হয়েছে ডিসি পার্ক। আগের বছরের চেয়ে এই বছর আরো আর্কষণীয় ভাবে সাজানো হয়েছে ডিসি পার্ক। ৪ জানুয়ারি শুভ উদ্বোধন করা হয় ডিসি পার্কে।
ডিসি পার্কে প্রবেশ করার জন্য টিকেট মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ফুল উৎসব চলবে ১ মাসের বেশি সময় ধরে।
প্রতি বছর এত সুন্দর ফুল উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে ডিসি পার্ক। একসময় যেখানে মানুষ দিন রাত মাদকদ্রব্য সেবন করতো এখন সেই জায়গা রুপান্তর হয়েছে পর্যটন কেন্দ্র।
ডিসি পার্ক যারা চিনেন না বা এখনো আসেননি তাদের জন্যই আজকের এই ভিডিও।
আপনি যদি চট্টগ্রাম শহরে বসবাস করে থাকেন তাহলে আপনি প্রথমে চলে আসবেন একে খান, তারপর সেখান থেকে লোকাল বাসে করে চলে আসবেন ফৌজদারহাট বাইপাস মোড়,ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা।
বাইপাস থেকে রিকসা অথবা পায়ে হেঁটে ডিসি পার্কে আসতে পারবেন। রিকশা নিয়ে গেলে ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা।
আপনি যদি রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, এই সমস্ত জায়গা থেকে আসেন তাহলে আপনি বায়জিদ লিংক রোড দিয়ে চলে আসবেন ফৌজদারহাট বাইপাস মোড়। আর দেশের অন্য প্রান্ত থেকে আসলে এই বাইপাস নামতে হবে। বাইপাস নেমে রিকশা অথবা পায়ে হেঁটে ডিসি পার্ক যেতে পারবেন।
আশাকরি ডিসি পার্ক কীভাবে আসবেন এটা নিয়ে আর কোন প্রশ্ন নেই।
ফুল উৎসবকে কেন্দ্র করে পার্কে বসেছে বিভিন্ন ধরনের রাইড,যেখানে সব বয়সী মানুষ উপভোগ করতে পারছে এই রাইড গুলো। এছাড়াও রয়েছে নানা ধরনের মুখরোচক খাবারের জন্য ছোট বড় রেস্টুরেন্ট।এখনো যারা ডিসি পার্ক ঘুরতে যান নি, আপনারা চাইলে জীবনে একবার হলেও নিজে অথবা পরিবার নিয়ে ঘুরে আসুন। আশাকরি আপনার ভালো লাগবে।
এত সুন্দর আয়োজন, এত সুন্দর ফুল গুলো কতদিন থাকবে সবার মনে প্রশ্ন থাকে।
আসলে এটা মাসব্যাপী একটা ফুল উৎসব প্রোগ্রাম। এটা মাসব্যাপী চলার পর ফুল উৎসব বন্ধ হয়ে যাবে। কিন্তুু পার্কটি খোলা থাকবে। হয়তো এত সুন্দর আয়োজন তখন থাকবে না। তখন হয়তো ফুল গুলো না থাকতেও পারে।
তাই দেরি না করে আজকেই ঘুরে আসুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: