কাজরি গাহিয়া চল গোপ-ললনা (kajori gahiya eesho gop-lolona)
Автор: SANGEET SHONDHA সঙ্গীত সন্ধ্যা
Загружено: 2025-12-31
Просмотров: 34
Описание:
কাজরি গাহিয়া এসো গোপ-ললনা।
শ্রাবণ-গগনে দোলে মেঘ-দোলনা॥
পর সবুজ-ঘাগরি চোলি নীল ওড়না,
মাখো অধরে মধুর হাসি, চোখে ছলনা॥
কদম-চন্দ্রহার প'রে এসো চন্দ্রাবলী
তমাল-শাখা-বরণা এসো বিশাখা-শ্যামলী,
বাজায় করতাল দূরে তাল-বনা॥
লাবনি-বিগলিতা এসো সকরুণ ললিতা
যমুনা-কূলে এসো ব্রজবধূ কুল-ভীতা,
অলকে মাখিয়া নব জল-কণা॥
ভাবনসন্ধান: এই গানে কবি সকল গোপ-ললনাদের সুসজ্জিতা হয়ে, কাজরি গান গেয়ে বৃন্দাবনের বর্ষাকালীন ঝূলনোৎসবে যোগদানের জন্য আহ্বান করেছেন। আহ্বান করেছেন রাধার সখি রঙ্গপ্রিয় বিশাখা, ললিতা এবং কুলকলঙ্কিনী হওয়ার ভয়ে ভীতা ব্রজবধূদের। এমন কি রাধার প্রেম-প্রতিদ্বন্দ্বী চন্দ্রবলীকেও। এই উৎসবে আমন্ত্রিতদের সাজসজ্জা এবং প্রকৃতির বর্ণনায় কবি ব্যবহার করেছেন অপূর্ব রূপকল্প চিত্র। রূপকল্পে আধারে কবি প্রকাশ করেছেন শ্রাবণের আকাশের দোলায়িত মেঘকে যেন ঝুলনের দোলনা হিসেবে। এই ঝুলনোৎসবের ছন্দ-সৌন্দর্যকে সঙ্গ দিতেই শ্রাবণ-মেঘের দোলনার আবির্ভাব, যা আকাশের সাথে কবির মনকেও দোলায়িত করেছে।
এই উৎসবের জন্য শ্যামবর্ণের প্রকৃতির রঙের সাথে মিলিয়ে গোপ ললনাদের পরতে বলা হয়েছে সবুজ ঘাগরি। আর নীলবর্ণের ঘন মেঘের সাথে মিলিয়ে তাঁরা পরবেন নীল ওড়না। তাঁদের অধরের মধুর হাসিতে আর চোখে ছলনায় ঝুলন হয়ে উঠবে শৃঙ্গার রসের সিক্ত প্রেমমধুর।
কবি কৃষ্ণারাগিণী চন্দ্রাবলীকে কদম-চন্দ্রাহারে সুশোভিতা হয়ে এই উৎসবে আসার আহ্বান করেছেন। একই সাথে তমাল শাখার মতো শ্যাম-বর্ণা রাধার সখি বিশাখা-শ্যামলীকে আহ্বান করা হয়েছে। যেন তাঁদের নৃত্যগীতে উদ্বেলিত ছন্দের অনুষঙ্গী হয়ে তালবনের পাতার করতালে মুখরিত উঠবে। এরপর আহ্বান করা হয়েছে- লাবনি-বিগলিতা (সৌন্দর্যে অভিভূতা করে এমন) রাধার সখি- প্রেমকরুণা-সিক্ত ললিতাকে। আহ্বান করা হয়েছে- অলকগুচ্ছে নব জল-কণায় সিক্ত করা কুলের কলঙ্কের ভয়ে ভীতা ব্রজবধূদের। কবি ভাবেন এসবের মধ্যে দিয়ে ঝুলনোৎসব হয়ে উঠবে সর্বাঙ্গসুন্দর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: