বিদায় হজ্জের ভাষণ | প্রিয় নবীজী (সাঃ) এর বিদায় হজ্জের শেষ ভাষণ সম্পূর্ণ বাংলায়
Автор: Beauty of Islam TV
Загружено: 2024-09-30
Просмотров: 9
Описание:
বিদায় হজ্বের ভাষণ | যা আমরা অনেকেই জানি না:
বিদায় হজ্জে, হজরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে আল্লাহর ওহী আসলো। আল্লাহ, রাছূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলে পাঠিয়েছেন, আজ তোমার ধর্ম আমি পূর্ণ করে দিলাম। কোনো মুসলমান ইসলাম ধর্ম মেনে চলুক বা না মেনে চলুক অথবা ভিন্ন ধর্মালম্বীরা ইসলাম ধর্ম বিনষ্ট করতে যা-ই করুক, আল্লাহর কিছু যায় আসে না। পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, আল্লাহ স্বয়ং ইসলামের দাওয়াত দিয়ে যাবেন। তিনি তার কেতাব অবিকৃত রাখবেন।
মানব সভ্যতার ইতিহাসে, এই ভাষণ শুধু ধার্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং কালজয়ী বহুমাত্রিক তাৎপর্য পূর্ণ।
তিনি বললেন,"হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি জানি না, এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর একত্র হতে পারব কিনা।”
ভাষণের কিছু বাণী:।।।
১.। হে মানবজাতি, স্মরণ রাখো,আল্লাহ এক, তার কোনো শরিক নেই। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর নিকট হাজির হবে, সেদিন তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে।
২.। কোনো অনারবের ওপর আরোবের বা, কোনো আরোবের ওপর কোনো অনারবের কোনই শ্রেষ্ঠত্ব নেই। একই ভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের, এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই।
৩.। জাহেলি যুগের সুদ রহিত করা হলো। এখন থেকে সকল ধরনের সুদ হারাম করা হলো।
৪.। জাহেলি যুগের যত রক্তের দাবি, তা সব রহিত করা হলো। সর্বপ্রথম, আমি রবিয়া ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম।
৫.। তোমাদের কারও কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে দেবে। কারও কাছে ঋণ থাকলে, সেই ঋণ অবশ্যই শোধ করবে।
৬.। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছো। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে, এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে।
৭.। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। একজন মুসলিম অন্য একজন মুসলিমের ভাইয়ের মতো। কারো হক নষ্ট বা কারো প্রতি জুলুম কোরো না।
৮.। তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদেরকেও তা-ই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তা-ই পরাবে।
৯.। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব আল কুরআন , অন্যটি হলো আমার সুন্নাহ।
দশ.। হে মানবজাতি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নিজের ধর্মকে অন্যদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না।
রাছূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার বক্তব্য শেষ করেন এই বলে,,“ উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে, আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া। হয়তো অনেক অনুপস্থিত লোক, উপস্থিত এই শ্রোতাদের অপেক্ষাও অধিক হেফাজতকারী হবে।”
সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই বিদায় হজের ভাষণ অসাধারণ তাৎপর্যপূর্ণ। আমাদের জন্য, আমাদের 'বাংলাদেশ' এর জন্য। যেখানে প্রতিটা সেক্টরেই দূর্নীতি, ঘুষখোর, সুদখোর, ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ী, অন্যের হক মেরে খাওয়া লোকজন দিয়ে ঠাঁসা !
মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ও হেদায়েত দান করুক, এবং সঠিক বুজ দান করুক।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: