শাহ্ সুফি মাওলানা মিরাব শাহ্ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী। ফকিরনি দরবার শরীফ ঢাকা কেরানীগঞ্জ।
Автор: Sufibadi Tv
Загружено: 2023-06-24
Просмотров: 10263
Описание:
#ধর্মের মূল সত্য (পর্ব-৭)
আপন পবিত্র নফসের সঙ্গে মোহ-মায়ার কুমন্ত্রণাদাতা খান্নাসটিকে মিশিয়ে যে একাকাকার করে দেওয়া হয়েছে সেই খান্নাস হতে মুক্তির বারতা শোনাবার এবং শিক্ষা দেবার জন্যই নবি রসুলদের আগমন। কাফেরেরা এ খান্নাসটিকে আলাদা করে দেখতে পায় না। তাই এত তর্ক, এত বিতর্ক এবং ঝগড়াঝাঁটিতে লিপ্ত হয়ে পড়ে। ভাবতে অবাক লাগে যে এত বড় কোরানুল করিম-এর তিরিশটি পারা কত রকম উপমা উদাহরণে এবং কত রকম ভাষার শৈলীতে মাত্র একটি দর্শনই, একটি কথাই তুলে ধরেছে আর সেই কথাটি হলো : হে মানুষ, তুমি কখনোই একা নও, বরং তোমার সঙ্গে যে মোহ-মায়ার কুমন্ত্রণা দেওয়া খান্নাসটিকে মিশিয়ে দেওয়া হয়েছে তা তোমার জানা নেই। ওই খান্নাসটিকে তাড়িয়ে দাও নতুবা মুসলমান বানাও । যারা ওই খান্নাসটিকে তাড়াবার মহড়ায় রত আছে তারাই আমানু তথা ইমান আনয়ন করেছে। এই আমানুরাই যখন ধ্যানসাধনা এবং মোরাকাবা-মোশাহেদার মাধ্যমে খান্নাসটিকে তাড়িয়ে দিতে পেরেছে অথবা মুসলমান বানিয়ে ফেলতে পেরেছে তারাই মোমিন এবং এই মোমিনদের সঙ্গেই আল্লাহ্ আছেন বলে কোরান-এ ঘোষণা করা হয়েছে। অধম লেখক অবাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়ি যখন দেখতে পাই একটিমাত্র দর্শনকে কত রূপ-মাধুর্যের ভাষা দিয়ে আল্লাহ্ সমগ্র মানবজাতিকে বোঝাতে চেয়েছেন।
জীবনের প্রথম হতে যৌবনের শেষপ্রান্ত পর্যন্ত ইমান ও আমলে সালেহার অনুশীলন না করতে পারলে মানব মনে ধীরে ধীরে দুনিয়ার প্রতি লোভ, মোহ ও মায়ার আবরণ, যাকে আমরা খান্নাসরূপী শয়তান বলে থাকি, শক্ত হয়ে যায় এবং নুরে মুহাম্মদি নামক সূর্যের উদয়টিকে বাধাগ্রস্ত করে ফেলে। এটিই তো আল্লাহর সৃষ্ট বিধিবিধান, যা পরিবর্তন হয় কি না জানি না। তবে এটুকু জানি যে, সুন্নাতাল্লাহি লা তাবদিলা—তথা, আল্লাহর সুন্নত কখনোই বদল হয় না।
মায়ার বন্ধন তথা খান্নাসের বিভিন্ন কুমন্ত্রণার কারণে ধর্মটিকে তাদের নিজস্ব প্রবৃত্তি দিয়ে মনগড়া রূপের মাঝে নিয়ে আসে এবং নিছক প্রবৃত্তিপ্রসূত মনগড়া কতগুলো অনুষ্ঠানের নীতির মধ্যে বেঁধে ফেলা হয়। এদের ধর্মটি থাকে বটে, কিন্তু মূল হতে বিচ্ছিন্ন হয়ে উদ্দেশ্যবিহীন কতগুলো নীতি আর আদর্শের ভেলকি দেখিয়ে অনুষ্ঠানসর্বস্ব ধর্মটিকে সম্প্রদায়ের কাছে তথা কওমের কাছে তথা একটি জাতির কাছে তথা অনেক লোকের কাছে দাঁড় করিয়ে দেয়।
গ্রন্থ- শরিয়তি শয়তান মারেফতি শয়তান।
লেখক-ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।
এই বইটি সংগ্রহের ঠিকানা ও ফোন নম্বর-
১।বে-ইমান হোমিও হল
১০৮, নিউ-এলিফ্যান্ট রোড
ঢাকা-১২০৫
ফোন : 01717636353
২। ডাঃ শফিকুল ইসলাম
বা-ঈমান হোমিও হল
১৩৩ কাটাসুর, সেরে বাংলা রোড
মোহাম্মদপুর, ঢাকা
01911432919
৩। তৌহিদুল ইসলাম
01686294459
★কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে বই পৌঁছে দেয়া হবে★
Website - www.dr-babajahangir.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: