কেয়ামতের দিন যে তিন ব্যক্তি প্রথম চিরস্থায়ী জাহান্নামে যাবে, কে সর্বপ্রথম জাহান্নামে যাবে?
Автор: এক ও অদ্বিতীয়
Загружено: 2022-10-10
Просмотров: 5
Описание:
কেয়ামতের দিন যে তিন ব্যক্তি প্রথম চিরস্থায়ী জাহান্নামে যাবে, কে সর্বপ্রথম জাহান্নামে যাবে?
জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতই তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা।
যারা দুনিয়ার জীবনে ব্যর্থ তাদের পরিণাম জাহান্নাম। মহাপরাক্রমশালী আল্লাহ তালা অতিশয় দয়ালু।
ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন।
তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা।
সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে। কেউ বেশি, আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহকর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলমান গুনাহ করে তাওবা করবে- এটিই স্বাভাবিক।
আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ। যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে শয়তান। আর যে গুনাহ থেকে তাওবা করে, সে হলো মুমিন।
Video editor: Jakir Hossain
Vocal: Obaidul Hasan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: