IPA যদি বার বার রিজেক্ট আসে কীভাবে সেটা কাটাবেন। জেনে নিন এখানে।
Автор: Bangladeshi In Singapore
Загружено: 2021-02-10
Просмотров: 20053
Описание:
আইপিএ রিজেক্টের কারন ও সমাধান
গত দুই মাস ধরে আমার কাছে সিংগাপুর প্রবাসীদের যে সমস্যাটি সবচেয়ে গুরুতর সমস্যা বলে মনে হয়েছে। সেটি হল,আইপিএ রিজেক্ট। বারবার এপ্লাই করার পরেও কেন এই রিজেক্ট? আর কিভাবেই বা এই রিজেক্ট কাটানো যাবে?
অনেকেই এই রিজেক্ট কাটানোর ব্যাপারে পরামর্শ চেয়েছেন। কিন্তু কাউকেউ তেমন ভাল উত্তর দিতে পারিনি।
পুর্বে সিংগাপুরে থাকা একের পর এক যখন অনেক প্রবাসী ভাই রিজেক্ট নিয়ে হতাশায় ভুগছেন। আমি চেষ্টা করেছি রিজেক্টের কারনগুলো খুজে বের করতেঃ যেমন-
আপনার নামে পুলিশ কেস,রিপোর্ট থাকলে
আপনি সিংগাপুরের আইন অমান্য করার কারনে দন্ডপ্রাপ্ত হলে
আপনি কারা ভোগ করলে কিংবা সিংগাপুর থেকে পালিয়ে গেলে৷
আপনার কোন মোবাইল বিল কিংবা অন্য বিল পরিশোধ করতে বাকি থাকলে
আপনার বর্তমান পাসপোর্ট পুর্বের পাসপোর্টর সাথে মিল না থাকলে।
আপনার বসে আপনার নামে MOM এর কাছে অভিযোগ করে রাখলে ইত্যাদি ইত্যাদি কারন।
সিংগাপুরে অনেক ফেসবুক পেজের এডমিনরা আপনাদের উপকার করতে গিয়ে গালী শুনেছেন। আপনাদের হুমকি শুনতে হয়েছে৷ তাই টাকা পয়শা সংস্লিষ্ট কোন উপকার করার ইচ্ছে হারিয়ে ফেলেছি। কারন,এই ধরনের উপকার করতে গিয়ে না জানি আবার দালাল নামে আখ্যায়িত করেন কিনা 😊
যাইহোক,,আপনাদের অনেকের হতাশা এবং অনুরোধ পেয়ে এই রিজেক্ট সংক্রান্ত ব্যাপারে একটা ল' ফার্মের সাথে কথা বলেছি। যারা আইপি রিজেক্ট কাটানো নিয়ে কাজ করেন।
রিজেক্ট কাটাতে হলে এর খরচ পরবে ২০০ ডলার থেকে ৫০০ ডলারের মধ্যে। আপনার রিজেক্টের ধরন বুঝে তারা একটা ফি নিবে । আপনি এই ল ফার্মের সাথে কথা বলে নিতে পারেন।
তবে তারা এটাও বলেছেন যে, আগে কোন টাকা দিতে হবে না। রিজেক্ট কাটানোর পরেই তারা ফি নিবে। এবং অপরাধের ধরন যদি গুরুতর হয় তাইলে রিজেক্ট কাটানো সম্ভাব নাও হতে পারে। আপনার বিস্তারিত কাগজপত্র দেখে তারা আগেই বলে দিতে পারবে এই রিজেক্ট কাটানো সম্ভাব হবে কিনা।
আপনারা যারা দেশে আছেন,তাদের যদি কোন সিংগাপুর অবস্থিত কোন বন্ধু অথবা সহকর্মী রিজেক্ট কাটাতে সাহাজ্য করতে চান তাহলে ইনবক্সে আমাদের কাছ থেকে এই ল' ফার্মের ঠিকানা নিয়ে তাদের অফিসে দেখা করবেন। অবস্যই কাউকে না কাউকে অফিসে যেতেই হবে৷ এখানে কমেন্টস করুন। আমরা ইনবক্সে আপনাকে ঠিকানা সেন্ড করব।
এই মুহুর্তে অনেকেই ডরমেটরি থেকে বের হতে পারেন না, কেউ যদি বাংলাদেশে থাকা ওই প্রবাসী ভাইকে সাহাজ্য করতে না পারেন তাহলে ব্যাক্তিগতভাবে আমি তাদেরকে সাহাজ্য করতে পারি। হয়ত ৫/১০ টা রিজেক্ট বই হলে একদিন নিজেই গিয়ে তাদের অফিসে কাগজ পত্র জমা দিয়ে আসলাম।কারন,এটি আমার বাসার খুবই নিকটে।
মনে রাখবেন, আপনার রিজেক্ট কাটানোর ফি'র দ্বায়বদ্ধতা আমাকেই নিতে হবে৷ কেউ ওদি রিজেক্ট কাটানোর পর উধাও হয়ে যান তাহলে আমাকেই ধরা খেতে হবে ভাই । দয়াকরে উপকার করতে গিয়ে আমাকে বিপদে ফেলবেন না ভাই 😊 🙏
রিজেক্ট কাটানোর জন্য সর্বপ্রথমে আপনাকে দুটি কাগজ দিতে হবেঃ
১) আপনার আইপি এপ্লিকেশন আবেদনটি
২) রিজেক্টের কপি
বিঃদ্র- যারা একেবারে নতুন, সিংগাপুরে আগে ছিলেন না। তাদের জন্য এই আলোচনা নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: