বিষধর সাপ রাসেলস ভাইপার ও যাবতীয় বিষাক্ত প্রাণী থেকে মুক্তির দোয়া ।
Автор: As-Suffah Islamic Education
Загружено: 2024-06-23
Просмотров: 138
Описание:
ইদানিং বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী বিষধর সাপ রাসেল ভাইপার ।এই বিষধর সাপের অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য সকলেই এই দোয়াগুলি সকাল সন্ধ্যা পড়তে পারেন-
أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
-আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।
উপকার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিষাক্ত প্রানী ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। (তিরমিজি হাদিস : ৩৬০৪)
যাবতীয় অনিষ্ট থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার আরেকটি আমল ।
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।
-আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
উপকার-উসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না । (তিরমিজি)
প্রিয় দ্বীনি ভাই ও বোন !
আসুন, আমরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যেকোনো মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করতে সচেষ্ট হই ।
আল্লাহ সুবহানাহুওয়া তা'আলা সর্বোত্তম হেফাজতকারী । তিনি আমাদের নিরাপদে রাখবেন, ইনশাআল্লাহ ।
@As-SuffahIslamicEducation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: