আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি।
Автор: Swopnnocharini-স্বপ্নচারিণী
Загружено: 2025-02-21
Просмотров: 848
Описание:
অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে। আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিলো না। তবুও স্বপ্ন দেইখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি। যে তোমারে জিততা নিলো সে যেনো তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।
আমি চাই না ভালোবাসার কমতি পরলে তুমি আমারে মনে করো। তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইবো আমার লাইগা। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। যার কাছেই থাকো ভালো থাইক্কো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো। আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইকো। শুধু তুমি ভালো থাইক্কো।
লেখা - Ashraf Ahmed
ভয়েস - Rumpa Ghosh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: