ইসরাইলের ইহুদি নারী আয়েশার ইসলাম গ্রহণ, অতঃপর কান্নাজড়িত কণ্ঠে মুসলিমদের উপদেশ
Автор: MOHOSIN HOSSAIN
Загружено: 2021-09-01
Просмотров: 687
Описание:
এই বোনটির বর্তমান নাম আয়েশা।
তিনি একজন ইহুদী ছিলেন, ইসরাইলের একটি শহরে বসবাস করতেন।
আল্লাহর রহমতের বাতিল ধর্ম পরিত্যাগ করে গত কিছুদিন আগে ইসলামে প্রবেশ করেন।
তার বর্তমান বয়স 20, পরিবর্তনের সূচনা হয় আজ থেকে আট বছর আগে ফিলিস্তিনের একটি অঞ্চলে ঘুরতে আসছিলেন, যাওয়ার পথে হিব্রু ভাষায় লিখিত ইসলামিক একটি বই নাম "আলোর পথ" হাতে করে নিয়ে যান। দীর্ঘদিন বইটি অবহেলিত অবস্থায় পড়ে থাকে, কিছুদিন আগে তার করোনা পজিটিভ দেখা দেয়, বেশ অসুস্থ, তখন তার বইটির কথা মনে পরে, পড়ে ইসলামের প্রতি বেশ আগ্রহ জমলো, এমনকি অসুস্থ অবস্থায় ইসলাম সম্পর্কে নতুন অধ্যায় শুরু করল।
তিনি বলেন: "আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যেন তিনি আমাকে মুসলিম বানিয়ে কবরে নেন"।
আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে তিনি শাহাদাত পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।
কিছুদিন আগে আজহারের শাইখুল হাদিস ফিলিস্তিন ভ্রমণ করেছিল তখন বায়তুল মোকাদ্দাসে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল সেখানে এই নারী নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন এবং কান্না জড়িত কন্ঠে মুসলিমদের উপদেশ করেন।
সম্ভবত তিনি হিব্রু ভাষায় তার বক্তব্য টি দিয়েছিলেন পরবর্তীতে আমি আরবি থেকে এটাকে সাবটাইটেল করেছি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: