এসব ড্রাইভার বাইকারদের জন্য কতটুকু নিরাপদ?
Автор: Moto cat Prince
Загружено: 2026-01-03
Просмотров: 281
Описание: কক্সবাজার থেকে আসার পথে আমার সাথে এই ঘটনাটি ঘটে। আমি রাস্তার বামে যেতে চেয়েছিলাম, আমার পিলিয়ন তিনবার হাত দিয়ে তাকে ইশারা দেয় কিন্তু ড্রাইভার কোন পাত্তা দেয় না। পরবর্তীতে আমি বামে ঢোকার চেষ্টা করলাম এবং আমার বাইকের ক্র্যাশ গার্ডে লাগিয়ে দেয়। বাইকের কিটটা আগে থেকেই একটু নড়বড়ে ছিল তাই আর বেশি বাড়াবাড়ি করি নাই। তবে এই ঘটনা থেকে যা বুঝলাম,এরকম ড্রাইভার কখনো আপনার-আমার নিরাপত্তার কথা চিন্তা করে না। এটি আমার জন্য একটি শিক্ষা হয়ে রইল। অন্যান্য বাইকার ভাইদের সাবধান করার উদ্দেশ্যে এবং সতর্কভাবে যেন বাইক রাইড করে সেই উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করা। এখানে আমার ভুল ত্রুটি থাকলে সুন্দরভাবে ধরিয়ে দিবেন আশা করি।#motovlog #drivesafe#travelvlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: