সূরা আল মুমিনূনঃ ১১৫-১১৬ II Sura Al Muminun 115-116
Автор: Md Nomanul Ahasan
Загружено: 2023-02-13
Просмотров: 89
Описание:
❀๑▬▬▬๑﷽ ๑▬▬▬๑❀
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময় ও দয়াময়।
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
১১৫) তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না?’’
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
১১৬) কাজেই প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উচ্চতর ও উন্নততর, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, সম্মানিত আরশের তিনিই মালিক
(সূরা আল মুমিনূনঃ ১১৫-১১৬)
ব্যাখ্যাঃ
মূলে----- শব্দ ব্যবহার করা হয়েছে৷ এর অর্থ হচ্ছে, ''খেলাচ্ছলে'' এবং দ্বিতীয় অর্থ হচ্ছে, ''খেলার জন্য'' ৷ প্রথম অবস্থায় আয়াতের অর্থ হবে, ''তোমরা কি মনে করেছিলে, তোমদেরকে এমনিই খেলাচ্ছলে আমোদ-আহলাদ করতে করতে তৈরী করা হয়েছে, তোমাদের সৃষ্টির কোন লক্ষ ও উদ্দেশ্য নেই, নিছক একটি উদ্দেশ্যহীন সৃষ্টি হিসেবে তৈরী করে তোমাদের চারদিকে ছড়িয়ে দিয়েছেন ?'' দ্বিতীয় অবস্থায় এর অর্থ হবে, ''তোমরা কি একথা মনে করতে যে, তোমাদেরকে নিছক খেলাধূলা, আমোদ-আহলাদ, ফূর্তি ও এমন সব আজেবাজে অর্থহীন কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে যেগুলোর কোনদিন কোন ফল হবে না ?''
অর্থাৎ তিনি কোন বাজে কাজ করার উর্ধে অবস্থান করেন এবং তাঁর কোন বান্দা ও গোলাম তাঁর প্রভুত্বের কার্যক্রমে তাঁর সাথে শরীক হবে এরও অনেক উর্ধে তাঁর অবস্থান ৷
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: