Purnima Redor Juno Phor|| New Romantic||Chakma Song||Chakma Music by "Green Heart Studio" 13/12/2025
Автор: Green Heart Studio
Загружено: 2025-12-12
Просмотров: 2378
Описание:
✅ Lyric:-- Anomadarsee Chakma
✅Edit:- Anomadarsee
👉Created by GREEN HEART STUDIO.
----+---+------
❤️পূর্ণিমা রাতের আলো যখন চারপাশ ভরে দেয়, তখন চাঁদের নরম জোছনা শুধু আকাশে থাকে না, ধীরে ধীরে এসে হৃদয়ের গভীরেও ঢুকে পড়ে। সেই আলোয় বসে থাকতে থাকতে অনেক সময় নিজের অজান্তেই আমি গান গেয়ে ফেলি। 🎻
❤️আসলে গানটা কোনো সুরের জন্য নয়, গানটা জন্ম নেয় তোমার কথা ভাবতে ভাবতেই। ঠিক তখনই মনটা অস্থির হয়ে ওঠে—যদি তুমি হঠাৎ নীরবে এসে পাশে দাঁড়াও, যদি একটিবার শুধু তাকাও, তাহলে হয়তো এই হৃদয়ের সব না বলা কথা চোখের ভাষায় বলে ফেলতে পারতাম।🌹
❤️তুমি দূরে থাকলেও আমি জানি, তুমি আমার অনুভবগুলো টের পাও। জানি, তুমি আমার ভেতরের সেই গানটা শুনতে পাও, যেটা আমি কাউকে শোনাতে পারি না। নিজের ভেতরে জমে থাকা সব ভালোবাসা, সব অভিমান, সব অপেক্ষা—কোনো হিসাব না রেখে আমি নিঃসংকোচে শুধু তোমার জন্যই উজাড় করে দিতে চাই।
কারণ এই ভালোবাসার ভেতরে কোনো শর্ত নেই, আছে শুধু তোমাকে পাওয়া আর না-পাওয়ার অসীম আকুলতা।🌹
❤️সুখ আর দুঃখ মিলিয়ে গড়া এই সময়টায় তুমি আমার একমাত্র আশ্রয়। চারপাশে মানুষ থাকলেও অনেক সময় মনে হয়, হৃদয়ের ঘরটা ফাঁকা পড়ে আছে। সেই ঘরের দরজা খুলে আমি কাউকেই নয়—শতবার শুধু তোমাকেই পেতে চাই।
❤️তোমার উপস্থিতি ছাড়া এই জীবনটা অসম্পূর্ণ লাগে, যেন সবকিছু আছে অথচ সবচেয়ে প্রয়োজনীয় কিছু নেই।
❤️পরন্ত বিকেলের শেষ আলোতেও আমি আজও তোমার কথাতেই ডুবে থাকি। সময় যতই এগিয়ে যাক, দূরত্ব যতই বাড়ুক, তোমাকে ভুলে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব হয় না। ভালোবাসার যে উষ্ণতা তুমি আমাকে দিয়েছ, সেটাই আমাকে টিকিয়ে রাখে। সেই উষ্ণতার মধ্যেই তুমি চিরকাল আমার খুব কাছেই রয়ে যাও, এমনকি না-থাকলেও।
❤️আজও মনটা ছুটে যেতে চায় তোমার হৃদয়ের গভীরে। সত্যি করে বলতে গেলে, সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু আমার ভালোবাসা বদলায়নি। আজও আমি তোমাকেই ভালোবাসি—একই গভীরতায়, একই সততায়। পূর্ণিমার আলোয় মন ভরে উঠলে আবারও বুঝে যাই, তুমি থাকলেই এই জীবনটা সত্যিকারের হয়, তুমি থাকলেই সব অনুভবের মানে পাওয়া যায়...🌹
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: